Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক টিকার প্রতি আগ্রহ বাড়ছে দেশবাসীর। টিকাদান কর্মসূচির তৃতীয় দিনে এক লাখের বেশির মানুষ টিকা নিয়েছেন। যা দ্বিতীয় দিনের চেয়ে দ্বিগুণের বেশি।

তৃতীয় দিনে মঙ্গলবার রাজধানীসহ সারাদেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য স্থাপনা কেন্দ্রে সর্বমোট এক লাখ এক হাজার ৮২ জন টিকা নেন। এদের মধ্যে পুরুষ ৭৪ হাজার ৫৮৬ জন এবং নারী ২৬ হাজার ৪৯৬ জন। টিকা নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯৪ জনের শরীরে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এর আগে রবিবার (৭ ফেব্রুয়ারি) ৩১ হাজার ১৬০ জন এবং সোমবার (৮ ফেব্রুয়ারি) ৪৬ হাজার ৫০৯ জনসহ গত দুই দিনে মোট টিকা নিয়েছেন ৭৭ হাজার ৬৬৯ জন।

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে তৃতীয় দিনে সর্বমোট টিকা গ্রহীতাদের মধ্যে ঢাকায় ২৫ হাজার ২২০ জন, ময়মনসিংহে চার হাজার ৮৫৫ জন, চট্টগ্রামে ২৩ হাজার ৫৪৪ জন, রাজশাহীতে ১৩ হাজার ১১৪ জন, রংপুরে ১০ হাজার ২৩৭ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৩৭২ জন, বরিশালে চার হাজার ১৮১ জন এবং সিলেট বিভাগে আট হাজার ৫৫৯ জন রয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। এদিন মোট ২৬ জনকে টিকা দেয়া হয়। এরপর ২৮ তারিখ ঢাকার চারটি কেন্দ্রে আর প্রায় ৫০০ জনকে টিকা দেয়া হয়। ৭ ফেব্রুয়ারি শুরু হয় দেশব্যাপী জাতীয় টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় সারাদেশে ১০০৫টি কেন্দ্রে টিকা দেয়া শুরু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, টিকা নেয়ার জন্য নিবন্ধনের সংখ্যা এখনো লক্ষ্যমাত্রার চেয়ে কিছু কম রয়েছে। বর্তমানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ ৫৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের টিকা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। তবে, চল্লিশোর্ধ ব্যক্তিরাও টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ ফেব্রুয়ারি ২০২১ /এমএম