Menu

বাংলানিউজ সিএ ডেস্ক ::

জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশ্বজুড়ে সচেতনতা সৃষ্টি করতে ফুটবলকে বেছে নিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবল তারকা পেলে। এজন্য তিনি একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছেন। যার নাম ‘পেলে আর্থ কাপ’। আর এই টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন তিনি।

জানা গেছে, এই প্রতিযোগিতা আয়োজনে গত ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়ে  নিজের ফাউন্ডেশনের প্রতিনিধির মাধ্যমে এক চিঠি ও ভিডিও বার্তা পাঠান পেলে। সেখানে জলবায়ু সঙ্কট মোকাবেলায় বিশ্বনেতাদের এক করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসাও করেন তিনি।

এ ছাড়াও চিঠিতে গত দশ বছরে বাংলাদেশ টেকসই উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে উল্লেখ করে পেলে একে এক অসাধারণ অর্জন বলে আখ্যায়িত করেন। সেইসঙ্গে বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের নেতৃত্ব ও দূরদৃষ্টির প্রশংসাও করেন এই ফুটবল কিংবদন্তী।

এ বিষয়ে পেলে ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি সাইফুল আমিন ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগে সমর্থন দিলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ‘দারুণ ব্র্যান্ডিং’ হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ কতটা ঝুঁকির মুখে আছে, সে বিষয়েও বিশ্বকে জানানোর সুযোগ হবে।

এ ব্যাপারে পেলে মনে করেন, এই টুর্নামেন্ট বিশ্বের সাড়ে তিনশ কোটি ফুটবলপ্রেমীকে এক করবে, তাদের বাঁধবে মৈত্রীর বন্ধনে। মানুষের আবাসভূমি এই পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের সঙ্কট থেকে বাঁচাতে এই ফুটবলপ্রেমীরাই আগামী দিনগুলোতে গড়ে তুলবে সবচেয়ে বড় আন্দোলন।