দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি এলাকায় গতকাল শনিবার রাত থেকে বৃষ্টি ঝরছিল। আজ রোববার সকালে ঢাকায় কালো মেঘ করে বজ্রসহ বৃষ্টি হয়। এই বৃষ্টির ঝাপটা লেগেছে অমর একুশে গ্রন্থমেলার বইয়ের স্টলগুলোতে। অনেক দোকানের বই ভিজে গেছে। বৃষ্টির পর দোকানের কর্মীরা এসব ভেজা বই শুকাতে দেওয়ার কাজে লেগে যান।
সকালের ঝড়-বৃষ্টিতে বইমেলার বিভিন্ন স্টলের বই ভিজে যায়। বইমেলা, ঢাকা, ১৭ ফেব্রুয়ারি। ছবি: সাজিদ হোসেন
ঝড়-বৃষ্টিতে অনেক দোকানের সাজসজ্জার ব্যাপক ক্ষতি হয়েছে। বইমেলা, ঢাকা, ১৭ ফেব্রুয়ারি। ছবি: সাজিদ হোসেন