Menu

বাংলানিউজ সিএ ডেস্ক ::

ক্রিকেটাঙ্গনে এখন বড় আলোচনার খোরাক বাংলাদেশের বিশ্বকাপ দল। যে দলের বেশিরভাগ ক্রিকেটারের নাম সবারই জানা। দু-একটি জায়গা নিয়েই যত আলোচনা। সব জল্পনা-কল্পনার অবসান হতে পারে আগামী ১৮ এপ্রিল। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ১৮ এপ্রিল বিশ্বকাপ দল ঘোষণা হবে। ২২ এপ্রিল শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।

কিছুদিন আগেও শোনা গিয়েছিল বিশ্বকাপের মূল স্কোয়াডেই থাকছে চোটের ধাক্কা কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা তাসকিন আহমেদের নাম। কিন্তু সর্বশেষ খবর হলো, গতকাল থেকে বোলিং শুরু করা তাসকিনের নামটা নাকি এখন চলে গেছে স্ট্যান্ড বাই তালিকায়। সেখানে তার সঙ্গে রয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত, ইমরুল কায়েসের নাম। বিবেচনায় আছে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুও।

তাসকিনের বিশ্বকাপ স্বপ্নে অনিশ্চয়তার মেঘ ভর করেছে। সুপার লিগ থেকে মাঠে ফেরার আশা করা এই ডানহাতি পেসারের আগে বিশ্বকাপ দলে বিবেচিত হচ্ছে শফিউল ইসলামের নাম। বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দলে নাম ঢুকে গেছে তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বির নামও। যদিও একটা সময় আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্যই তাকে বিবেচনা করা হচ্ছিল।

শেষ পর্যন্ত দল ঘোষণার আগে এই হিসেব-নিকেশ বহাল থাকবে কিনা বলা কঠিন। সুপার লিগে মাঠে নেমে তাসকিন যদি বল হাতে নিজের কার্যকারিতা আবার প্রমাণ করতে পারেন তবে পাশার দান উল্টে যেতে পারেও। কারণ টিম ম্যানেজমেন্টের একটি পক্ষ এখনও তাসকিনকেই চাইছেন দলে।

বিসিবি সূত্রে জানা গেছে, বিশ্বকাপের মূল দলে থাকছেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম ও ইয়াসির আলী রাব্বি। স্ট্যান্ডবাই হিসেবে আগে থাকছেন তাসকিন।