Menu

রাজবাড়ী থেকে সিনান আহমেদ শুভ  :: “মু‌জিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান” এই প্র‌তিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন উপল‌ক্ষে রাজবাড়ীতে আলোচনা সভার মাধ্যমে যুব ঋ‌ণের চেক ও প্র‌শি‌ক্ষিত যুবদের মা‌ঝে সনদপত্র বিতরণ করা হয়ে‌ছে। এছাড়া দিবস‌টি উপল‌ক্ষে পুকরে মাছের পোনা অবমুক্তকরণ, গবা‌দিপশুর টিকাদান কর্মসূ‌চি এবং প্র‌শিক্ষণ কো‌র্সের উ‌দ্বোধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

রোববার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অ‌ধিদপ্ত‌র রাজবাড়ীর আয়োজনে যুব প্র‌শিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।এতে জেলা প্রশাসক দিলসাদ বেগম এর সভাপ‌তিত্বে প্রধান অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছিলেন, রাজবাড়ী-১ আস‌নের এম‌পি কাজী কেরামত আলী।

‌বিশেষ অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছিলেন, জেলা প‌রিষদ চেয়ারম্যান ফ‌কির আব্দুল জব্বার, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক মোঃ সালাহউ‌দ্দিন, ‌জেলা যুব উন্নয়ন অ‌ধিদপ্তর‌রের উপ-প‌রিচালক গৌতম চন্দ্র দেব, জেলা আওয়ামী লীগের বন ও প‌রিবেশ বিষয়ক সম্পাদক এসএস নওয়াব আলী, আলীপুর ইউ‌নিয়ন প‌রিষদ চেয়ারম্যান মোঃ শওকত হাসান প্রমূখ।

এ সময় ২২ জনকে ১২ লক্ষ ৬০ হাজার টাকার যুব ঋ‌ণের চেক ও প্র‌শি‌ক্ষিত যুবদের সনদপত্র দেয়া হয় এবং প‌ড়ে প্র‌শিক্ষণ কেন্দ্রের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অ‌তি‌থিরা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০১ নভেম্বের ২০২০/এমএম