প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা ভালো নেই। গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে আছেন তিনি। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে নিশাত রহমান মনি।তিনি বলেন, আমার আম্মুর অবস্থা ভালো নয়, খুব সংকটাপন্ন। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ১৫ দিন আগে জ্বর শুরু হয় আম্মুর। একপর্যায়ে ভীষণ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করি আমরা।
ছেলে নিশাত মনি আরও বলেন, চিকিৎসকরা আম্মুর পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, তার রক্তে ইনফেকশন ধরা পড়েছে। এ জন্য বর্তমানে হাসপাতালেই রাখতে হবে। আরও কিছু টেস্ট করাতে হবে। তবেই শারীরিক অবস্থা বোঝা যাবে।জানা গেছে, গত ছয়দিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে রয়েছেন এই চিত্রনায়িকা।
প্রসঙ্গত, ‘দস্যু বনহুর’ সিনেমার মাধ্যমে শুরু করেন অঞ্জনা। ১৯৭৬ সালে সিনেমাটির পর ধারাবাহিকভাবে কাজ করতে থাকেন। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’ সিনেমায় অভিনয়ের জন্য দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৯ ডিসেম্বর ২০২৪ /এমএম