Menu

পর্ন তারকা হচ্ছেন রাম্যা কৃষ্ণন!

বাংলানিউজসিএ ডেস্ক :: ‘সুপার ডিলাক্স’। এ নামে নির্মিত হচ্ছে তামিল সিনেমা। ছবিটির জন্য দর্শকের বহু দিনের অপেক্ষা। ছবির ট্রেলার সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ছড়িয়ে গিয়েছিল। ছবিটিতে ‘বাহুবলি’ খ্যাত অভিনেত্রী রাম্যা কৃষ্ণন এই ছবিতে পর্নো তারকার ভূমিকায় অভিনয় করেছেন। ‘সুপার ডিলাক্স’-এর ‘মাল্লু আনকাট’-এ ওই ভূমিকায় দেখা যাবে রাম্যাকে।

সম্প্রতি একটি শীর্ষ ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে নিজের চরিত্রকে ‘ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং’ বলে অভিহিত করেছেন রাম্যা কৃষ্ণন। তিনি বলেন, ‘এতে (সুপার ডিলাক্স) অভিনেতার চেয়েও কনটেন্টকে (আধেয়) গুরুত্ব দেয়া হয়েছে বেশি।’ আর তার কৃতিত্ব পরিচালক থিয়াগারাজানকে দিচ্ছেন এই অভিনেত্রী।

প্রতিবেদনে বলা হয়েছে, রাম্যা কৃষ্ণনের একটি দৃশ্যের জন্য ৩৭ বার টেক নিয়েছেন পরিচালক থিয়াগারাজান কুমারারাজা। সময় নিয়েছেন পুরো দুদিন। এ বিষয়ে রাম্যা কৃষ্ণন বলেন, আমার ক্যারিয়ারে খুব চ্যালেঞ্জিং চরিত্র এটি। আমি কিছু চরিত্র করি টাকার জন্য, কিছু জনপ্রিয়তা ও নামের জন্য, আবার কিছু শখের বশে বা নেশায়। এটি (সুপার ডিলাক্স) প্যাশন থেকে করেছি। একটা দৃশ্যের জন্য ৩৭ বার টেক দিয়েছিলাম। আমি তো বটেই, আমার সহকারীরাও শকড হয়েছিল।

একটি ভিডিও সাক্ষাৎকারে নির্মাতা থিয়াগারাজান ও মিসকিন জানান, অনেক দৃশ্যের জন্যই এক থেকে দেড়শবার টেক নিতে হয়েছে। রাম্যা কৃষ্ণনের ভূমিকা প্রসঙ্গে থিয়াগারাজান বলেন, ছবির ভেতর ছবি ‘মাল্লু আনকাট’-এ তিনি পর্নো তারকার চরিত্রে অভিনয় করবেন। ‘আমরা আসলে এই চরিত্রের জন্য নাদিয়াকে চেয়েছিলাম, রাম্যা খুব শান্ত, সম্ভবত তিনি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং নিজেকে সেই কমফোর্ট জোনে নিয়ে গেছেন। ‘সুপার ডিলাক্স’-এ অন্যদের মধ্যে রয়েছেন বিজয় সেতুপতি, ফাহাদ ফাসিল ও মিসকিন। চলতি মাসের ২৯ তারিখ ছবিটি মুক্তি পাবে।

বাংলানিউজসিএ/ঢাকা/১৪ মার্চ ২০১৯/ইএন