Menu

কোহলির তামান্না!

বাংলানিউজসিএ ডেস্ক :: আনুশকা শর্মার সঙ্গে বিয়ের আগে আরেক বলিউড কন্যা তামান্না ভাটিয়ার সঙ্গে নাম জড়িয়েছিল বিরাট কোহলির। ২০১২ সালে একটি মোবাইল ফোনের কমার্শিয়াল অ্যাড শুটের সময় আলাপ হয়েছিল বিরাট-তামান্নার। আর তারপর থেকেই রটেছিল, সুন্দরী তামান্নায় মজেছেন বিরাট।

তাদের সম্পর্ক নিয়ে অবশেষে প্রায় সাত বছর পর মুখ খুললেন তামান্না, ‘আমরা অ্যাড ফিল্মের সময়ে মাত্র চারটি কথা বলেছিলাম। তার আগে বা পরে বিরাটের সঙ্গে কোনো কথা হয়নি আমার। তবে একটা কথা স্বীকার করতেই হবে, অন্য অনেক সহকর্মী থেকে ওর সঙ্গে কাজ করা সহজ ছিল।’

সময়ের সঙ্গে দু’জনই নিজেদের জীবনে অনেকটা পথ এগিয়ে গেছেন। অতীত এখন পেছনে ফেলে আসা আবছা ছবি। আগামীদিনে তামান্নাকে দেখা যাবে দ্যাট ইজ মহালক্ষ্মী, দেবী ২, খামোশিসহ আরও বেশ কয়েকটি ছবিতে।

বাংলানিউজসিএ/ঢাকা/২ মার্চ ২০১৯/ইএন