প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গত ২৪ সেপ্টেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। দীর্ঘদিন প্রেম করার পর চলতি বছরে সেই প্রেমকে পরের ধাপে এগিয়ে নিয়ে যান তারা। বিয়ের পরের সময় স্বপ্নের মতো কাটছে এই দম্পতির।
বিয়ের পর এটাই তাদের প্রথম করবা চৌথ। এই বিশেষ দিন উপলক্ষ্যে মেহেদি পরেছেন পরিণীতি চোপড়া। তার সেই মেহেদির ডিজাইন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। অভিনেত্রীর মেহেদিতে দেখা যাচ্ছে— একটি মেয়ে করবা চৌথের দিন আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে। অন্য আরেকটি ছবিতে অভিনেত্রীকে মেরুণ পোশাকে দেখা যায়। সঙ্গে ছিল সোনালি জড়ির জারদৌসি কাজ। অভিনেত্রীর হাতে ছিল গোলাপি রঙের চূড়া।
প্রসঙ্গত কিছু দিন আগে পরিণীতিকে একটি ফ্যাশন শোতে নববধূ হিসেবে দেখা যায়। সেখানেই তিনি জানান, তার এখন সব থেকে পছন্দের পোশাক হলো শাড়ি। এই বছর যেহেতু সব উৎসব, নিয়ম নতুন পরিণীতির কাছে তাই সেগুলো তার কাছে ভীষণই বিশেষ। আর কমবেশি তাই সব অনুষ্ঠানেই তাকে শাড়িতে দেখা যাচ্ছে।
বিয়ের পর বেশ কয়েক মাস কাটলেও এখনো যে তার সেই বিশেষ দিনের হ্যাঙ্গোভার কাটেনি, সেটি স্পষ্ট। কিছু দিন আগেই অভিনেত্রী তার বিয়ের চূড়া অনুষ্ঠানের ছবি পোস্ট করেছিলেন। সেখানে হলুদ রঙের পোশাক পরেছিলেন তিনি।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০২ নভেম্বর ২০২৩ /এমএম