Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌

যেন মৃত্যুর চেয়েও বেশি অনিশ্চয়তা জেঁকে বসেছে গাজার আকাশে।
কোথায় পালাবে মানুষ?
নারীর উদর থেকে জন্ম নেয়া দুদিনের নবজাতক
৪ বছরের শিশু, ১০ বছরের কিশোর!
কে দেবে খাবার, পানি, অফুরন্ত নিশ্চয়তার নিঃশ্বাস
মরতে মরতে ঘুরে দাঁড়ালেও হয় যদি অপরাধ
তবে কি মৃত্যুই সুন্দর?
ক্ষোভে বিক্ষোভে ফেটে
ধ্বংস করে
উপড়ে দিয়ে জালিমের নখর
সব ভুলে তবুওতো পরম শান্তিতে বাঁচতে – মন
আরও একটি সকাল
আরও একটি দুপুর
আরও একটি নিশ্চিন্ত রাত কাটাতে
ব্যাকুল হয় হতভাগা অন্তর
শাহাদাতের সুধাও কি মেটাতে পারে জন্ম থেকে বয়ে যাওয়া যন্ত্রণার ধকল!

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২১ অক্টোবর ২০২৩ /এমএম