কালো মেঘ, বৃষ্টি ও নীল শাড়ি
পূরবী গুপ্তা
আকাশ ঢেকেছে কালো মেঘে-
শ্রাবণের বারি ঝরছে অঝোরে।
সেজেছি নীল শাড়ি আর নীল টিপে, হাতে পরেছি নীল চুড়ি।
ভিজব আজ মন কেমনের দিনে-
এই বারিষে মনের যত কালো মেঘ ভাসিয়ে দেবো যত্ন করে।
বলি, আকাশের মতো আমার মনেও আছে কালো মেঘ।
জানালার পাশে দাঁড়িয়ে-
বৃষ্টির সাথে কথা বলি, মেঘের ওপর যাই হারিয়ে
মনের দুঃখ ভাসিয়ে দেবো নৌকা ভরে,
সাজাব এবার নিজেকে নতুন করে,
দুঃখটাকে পুষব না আর যত্ন করে।
বারিষ শেষে আকাশ উঠে সেজেগুজে,
প্রকৃতি শুভ্র হয় যেই ছাই সাদা রঙে-
তা থেকে একটু নিয়ে মাখব চুড়িদারে,
মন রাঙিয়ে চলব বাদল দিনের আকাশের মতো করে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৩ জুন ২০২৪ /এমএম