Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিপিএলকে আকর্ষণীয় করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক্ষেত্রে ড. ইউনূসের প্যারিস অলিম্পিকের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতাও কাজে লাগবে বলে মনে করছেনআগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের একাদশ সংস্করণ। এই আসরকে সামনে রেখে প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছে বিসিবি। এরই মধ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ক্রিকেট বোর্ড কার্যালয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সম্প্রচার স্বত্বাধিকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বিসিবি।

সোমবার (৪ নভেম্বর) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, ‘নিজের উদ্যোগেই কিন্তু প্রধান উপদেষ্টা এগিয়ে আসছেন। তারা বিশেষভাবে এটা নিয়ে কাজ করছেন। কীভাবে এটিকে আন্তর্জাতিক মানের ব্র্যান্ড করে তোলা যায়, কীভাবে এটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়…বিশ্ব যেন দেখে বাংলাদেশের তরুণেরা কী করতে পারে, বাংলাদেশের খেলা কেমন।’

বিশ্বব্যাপী বিপিএলকে ছড়িয়ে দিতে বিদেশি ফুটবলার থেকে হলিউড তারকাদের টুর্নামেন্টের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথা জনিয়ে ফাহিম বলেছেন, ‘যদি প্রফেসর ইউনূস মাঠে আসেন, একটা বক্তব্য দেন…আমরা যদি দেখি বিদেশ থেকে দারুণ নামকরা একজন ফুটবলার, হলিউড থেকে দারুণ একজন অভিনেতা-অভিনেত্রী এখানে আসছে, এটার সঙ্গে সংযুক্ত হচ্ছে, এটা নিশ্চয় মিডিয়াতে আসবে। এবং এটা সারা বিশ্বের মিডিয়াতে আসবে।’তবে কোন তারকাদের নিয়ে আসার চেষ্টা করছেন, সে বিষয়ে এখনই কিছু বলতে নারাজ এই বিসিবি কর্তা, ‘আমি এখনই নাম বলতে পারছি না বা বলতে চাই না। ক্রিকেট হতে পারে বা বাইরের অন্য স্পোর্টসের হতে পারে। স্পোর্টসের বাইরেও হতে পারে। এমন কাউকে এবার দেখতে পারি।’

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৪ নভেম্বর ২০২৪ /এমএম