Menu

এবার ইনজুরিতে মুস্তাফিজ

বাংলানিউজসিএ ডেস্ক :: বিশ্বকাপের ভাবনায় থাকা ৬ জন ক্রিকেটারের চোটের পর এবার পেসার মুস্তাফিজুর রহমানও পেয়েছেন চোট।বুধবার বিকেলে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে অনুশীলন করছিলেন মুস্তাফিজুর রহমান। এ সময় তিনি বাঁ পায়ের গোড়ালিতে চোট পান।এই চোটের কারণে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে মুস্তাফিজকে। অর্থাৎ প্রায় অর্ধ-মাস ক্রিকেট মাঠের বাইরে থাকবেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই ক্রিকেটার।মুস্তাফিজের এক্স-রে প্রতিবেদনে অবশ্য খুব বড় ধরনের সমস্যা ধরা পড়েনি। তাই টিম ম্যানেজমেন্টও রয়েছে স্বস্তিতে।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুস্তাফিজের এক্স-রে করা হয়েছে। রিপোর্ট ভালো আছে। আপাতত ও দুই সপ্তাহ বিশ্রামে থাকবে।’মুস্তাফিজের চোট পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘আমরা একটু সাবধানে এগুবো। এর মধ্যে কেবল কয়েকবার ওর পায়ের টেপ পরিবর্তন করে দেওয়া হবে।’

২০১৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে যে চোট বাঁধিয়েছিলেন মুস্তাফিজ, এবারের চোটও একই জায়গায় পেয়েছেন। চোট পাওয়ার পর থেকে হাঁটতে কিংবা স্বাচ্ছন্দে নড়াচড়া করতে পারছেন না মুস্তাফিজ। যদিও আইপিএলের সেই চোটের চেয়ে এবারের চোট কম গুরুতর বলে ধারণা করা হচ্ছে।

চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, দুই সপ্তাহের চেয়েও কম সময়েও সেরে উঠতে পারেন মুস্তাফিজ। তবে সামনে বিশ্বকাপ বলে কোনো ঝুঁকি না নিয়ে আগামী ১৪ দিন তাকে খেলা থেকে দূরে রাখতে চান তারা।

তার ভাষ্য, ‘অন্য সময় হলে হয়তো আমরা আরও কম সময় নিতাম। কিন্তু সামনে যেহেতু বিশ্বকাপ, আমরা তাই একটু বেশি সময় নিবো।’

প্রসঙ্গত, গত বছর আইপিএলে চোট পাওয়ার পর বাংলাদেশ দলের হয়ে বেশ কয়েক মাস খেলতে পারেননি মুস্তাফিজ। সামনে বিশ্বকাপ বলে তার নতুন চোট জাগাচ্ছে শঙ্কা।

বাংলানিউজসিএ/ঢাকা/১৩ এপ্রিল ২০১৯/এমএম