Menu

বাংলানিউজ সিএ ডেস্ক ::

সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে আক্রমণ চালিয়ে জবাব দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। জানা যাচ্ছে অন্তত ৩০০ জঙ্গি নিহত হয়েছে এই হামলায়। গতকাল মঙ্গলবার সকাল থেকেই এয়ার স্ট্রাইক নিয়ে আলোচনা সর্বত্র। আর অবধারিতভাবেই উঠে এল প্রশ্নটা। এতকিছুর পরেও কি ভারত বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলবে?‌

১৬ জুন ম্যাঞ্চেস্টারে ভারত-পাকিস্তান মহারণ। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য এখনও কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবিষয়ে কথা বলেনি। খুব শীঘ্রই বোর্ড কর্মকর্তারা যাবেন সরকারের সঙ্গে আলোচনা করতে। এক বোর্ড কর্মকর্তা বলেছেন, ‘‌ভারত সরকারের সঙ্গে এবিষয়ে এখনও কোনও বৈঠক হয়নি। হাতে কিছুটা সময় আছে। সরকারের সময় হলেই আলোচনায় বসব। দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে তো আলোচনার প্রশ্নই নেই। এখন সরকার যদি মনে করে আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের সঙ্গে খেলা যাবে না। তাহলে সেই নির্দেশই পালন করবে বিসিসিআই। কিন্তু বিশ্বকাপের সেই ম্যাচ নিয়ে আলোচনা এখনও হয়নি।’‌

কিছুদিন আগেই অবশ্য বোর্ডের তরফ থেকে আইসিসির কাছে চিঠি দিয়ে বিশ্বকাপে ক্রিকেটারদের জন্য কঠোর নিরাপত্তার কথা বলা হয়েছিল। আইসিসি জবাবে বলেছে, নিরাপত্তা নিয়ে ভারতের চিন্তার কোনো প্রয়োজন নেই। এমনকি দুবাইয়ে আইসিসির পরবর্তী বৈঠকে নিরাপত্তার বিষয়টি ভারতকে বুঝিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে আইসিসি।