বাংলানিউজসিএ ডেস্ক :: চোটের কারণে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা হয়নি তার। বিশ্বকাপের পর তরুণদের সুযোগ দিতে দানি আলভেসকে আর দলে ডাকেননি ব্রাজিল কোচ তিতে। অবশেষে এক বছর পর আবার যখন জাতীয় দলে ডাক পেলেন আলভেস, বাধা হয়ে দাঁড়াল সেই চোট।
ইনজুরির দরুন ব্রাজিলের জার্সিতে আপাতত ফেরা হচ্ছে না ৩৫ বছর বয়সী পিএসজি ডিফেন্ডারের। ২৩ মার্চ পানামা ও ২৬ মার্চ চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। কোপা আমেরিকার আগে এ দুটি প্রীতি ম্যাচের জন্য আলভেসকে নিয়ে দল ঘোষণা করেছিলেন তিতে। কিন্তু গত রোববার মার্শেইয়ের বিপক্ষে ফরাসি লিগের ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়ে
মাঠের বাইরে ছিটকে যাওয়ায় জাতীয় দল থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে। ২০১৮ সালের মার্চে ব্রাজিলের হয়ে সর্বশেষ মাঠে নামা আলভেসের জায়গায় জাতীয় দলে ডাকা হয়েছে করিন্থিয়ান্স ডিফেন্ডার ফাগনারকে। আলভেসের আগে অ্যাটলেটিকো ডিফেন্ডার ফিলিপ লুইসকেও চোটের কারণে হারিয়েছে ব্রাজিল।
আরেক লাতিন পরাশক্তি উরুগুয়ে শিবিরেও হানা দিয়েছে চোট। এডিনসন কাভানির পর এবার দর্শক হয়ে গেলেন উরুগুয়ের আরেক ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। রোববার লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে দু’সপ্তাহের জন্য ছিটকে গেছেন বার্সেলোনা তারকা। আন্তর্জাতিক বিরতির সময় বার্সেলোনাতেই চিকিৎসা চলবে সুয়ারেজের। ফলে আসন্ন চায়না কাপের দুটি প্রীতি ম্যাচে তাকে পাচ্ছে না উরুগুয়ে।
বাংলানিউজসিএ/ঢাকা/২০ মার্চ ২০১৯/ইএন