Menu

রিয়ালে ফিরছেন জিদান!

বাংলানিউজসিএ ডেস্ক :: মৌসুমে শিরোপা জয়ের প্রায় সম্ভাবনাই হারিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদান দায়িত্ব ছাড়ার পর থেকেই যেন দুর্দশা কাটছেই না দলটির। তবে রিয়ালের জন্য আশার খবর নিয়ে আবার ফিরছেন জিদান। এমন সংবাদই প্রকাশ পেয়েছে স্প্যানিশ টেলিভিশন জুগোনেস।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় চুক্তিপত্রে সাক্ষর করেছেন বলেও জানিয়েছে শীর্ষস্থানীয় বেশ কিছু স্প্যানিশ গণমাধ্যম।

ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, জুভেন্টাস হতে শুরু করে অনেক ক্লাবের গুঞ্জনই চলছিল তার নতুন ঠিকানা হিসেবে। কিন্তু শেষ পর্যন্ত বেশ বড় চমক দিয়ে রিয়ালেই ফিরছেন জিদান। এমনকি আগামীকাল থেকেই দলকে অনুশীলন করাবেন তিনি।

কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারির বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। এদিন পেরেজের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছেড়ে দিয়েছেন বলেই জানিয়েছে স্প্যানিশ টেলিভিশনটি। আর তাদের দাবী সত্যি হলে রিয়ালকে লা লিগার শীর্ষ চারে রেখে মৌসুম শেষ করাই হবে তার প্রথম দায়িত্ব। ২৭ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। তবে পঞ্চম স্থানে থাকা আলাভেসের এখনও তারা এগিয়ে আছে ১০ পয়েন্টে।

২০১৬ সালে রাফায়েল বেনিতেজকে বরখাস্ত করার পর রিয়ালের দায়িত্ব নিয়েছিলেন জিদান। মৌসুমের শেষ পথে দলের দায়িত্ব নিয়েই জিতেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। শুধু তাই নয় টানা তিনবারই এ শিরোপা নিজেদের কাছেই রেখেছেন জিদান। কিন্তু গত ৩১ মে সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের কথা জানিয়েছিলেন এই তারকা।

বাংলানিউজসিএ/ঢাকা/১৩ মার্চ ২০১৯/ইএন