Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশে বক্সিং নিয়ে সবচেয়ে বড় আয়োজন ‘বেক্সিমকো এক্সেল বক্সিং চ্যাম্পিয়নশিপ (এক্সবিসি) ৩.০’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথমবারের মতো বক্সিংয়ে মর্যাদাবান ডাব্লুবিসি (ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল) বেল্টের জন্য অংশ নিয়েছিলেন কোন বাংলাদেশে বক্সার। প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছেন ২০ বছর বয়সী বক্সার উৎসব আহমেদ।

এবারের এই বক্সিং প্রতিযোগিতায় মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ইরান, ভারত, তানজানিয়া এবং চীন থেকে আসা মোট ২২ জন বক্সার অংশ নিয়েছেন। রাতের শেষ ম্যাচে ‘ডাব্লুবিসি এশিয়া সিলভার সুপার ফ্লাইওয়েট’ শিরোপা জিতে নেন বাংলাদেশের উৎসব। সুপার ফ্লাইওয়েট বিভাগে ভারতীয় বক্সার মাজহার হুসেনকে হারিয়েছেন উৎসব। আট রাউন্ডের এই বাউটের লড়াই শুরু থেকেই দর্শকদের মাতিয়ে রাখে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচটিতে দুই প্রতিপক্ষই খেলে যান সমানতালে। তবে শেষ হাসি হাসে বাংলাদেশের উৎসব।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৬ মে ২০২৪ /এমএম