Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ রেকর্ড পরিমাণ মূল্যে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছে সৌদির ক্লাব আল নাসের। এখনও অভিষেক হয়নি রোনালদোর। এর মাঝেই উঠেছে গুঞ্জন, আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে দলের নেওয়ার জন্য টাকার পাহাড় নিয়ে প্রস্তুত রয়েছে আরেক আরবীয় ক্লাব আল হেলাল।

স্প্যানিশ গণমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’এমন সংবাদই প্রকাশই করেছে। তাদের প্রতিবেদনে বলা হচ্ছে মেসিকে নেওয়ার জন্য প্রতি বছরে ৩০০ মিলিয়ন ডলার পারিশ্রমিক দিতে প্রস্তুত আছে সৌদি আরবীয় ক্লাব আল হেলাল। যা হবে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক।

তবে মেসি আল হেলালে যাবেন কি না সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। এদিকে পিএসজির সঙ্গে এখনও চুক্তি শেষও হয়নি সাতবারের ব্যালন ডিঅর জয়ী এই তারকা ফুটবলারের। এরপর আরও দুবছর পিএসজির জার্সিগায়ে খেলবেন বলেও জানিয়েছিলেন এই আর্জেন্টাইন ফুটবলার।

মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হচ্ছে, অপেক্ষা করতে রাজি নয় আল হেলাল। যত দ্রুত সম্ভব তারা সময়ের সেরা এই ফুটবলারকে কিনতে চায়।এখন প্রশ্ন উঠতে পারে কেন রোনালদো-মেসিকে নিতে এতো টাকা খরচ করতে চাচ্ছে সৌদি আরব? এই প্রশ্নের উত্তর দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো বলছে, ২০৩০ বিশ্বকাপ আয়োজনে মিশর ও গ্রিসের সঙ্গী হতে চায় সৌদি আরব। তাই বিশ্বের সামনে নিজেদের ইমেজ বাড়ানোর চেষ্টা করছে সৌদি আরব।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৩ জানুয়ারি ২০২৩ /এমএম