Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  ২০ নভেম্বর শুরু কাতার বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপের ‘সি’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের গ্রুপে রয়েছে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।২২ নভেম্বর সৌদি আরবের সঙ্গে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দুইবারের বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনা।কাতার বিশ্বকাপ শুরুর আগে এক সাক্ষাৎকারে ভক্তদের অদ্ভুত আচরণ নিয়েও কথা বলেছেন সাতবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি।

সমর্থকরা নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে হুট করে মাঠে ঢুকে দৌড়ে মেসির কাছে গিয়ে কখনো সেলফি কখনো তাকে ছুঁয়ে দেখতে চান।সমর্থকদের এমন অদ্ভুত আচরণ নিয়ে মেসি বলেছেন, মাঝে-মধ্যে ভয় লাগে। যেমন ধরুন আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচেই এমনটি ঘটেছে। নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি সামলাতে গিয়ে আমাকেও মেরেছে!লাইভ ম্যাচে এভাবে মাঠে ঢুকে পড়াটা শাস্তিযোগ্য অপরাধ। ভক্তরা নিজেদের পরিণতি জেনেও এমন ঝুঁকি নিয়ে মাঠে ঢুকে পড়েন।

এ ব্যাপারে লিওনেল মেসি বলেন, আসলে এটা একদিক থেকে ভালোবাসার নিদর্শন। সমর্থকরা জানেন এজন্য তাদের কী পরিণতি হতে পারে। তারপরও তারা এটা করে থাকেন।আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘দারিও ওলে’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি আরও বলেন, নিরাপত্তারক্ষীরা কেমন আচরণ করবেন, তা কেউ জানেন না। কখনো কখনো তারা সীমা ছাড়িয়ে যান। তখন সবার জন্যই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২ নভেম্বর ২০২২ /এমএম