Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) চলতি মৌসুমে গায়ানার হয়ে খেলছেন সাকিব আল হাসান। নিজের প্রথম দুই ম্যাচে প্রত্যাশা মতো পাননি সাফল্য সাকিব। তবে তৃতীয় ম্যাচে স্বরুপে ফিরেছেন এই অলরাউন্ডার।শনিবার ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে রীতিমতো ঝড় তুলে ছন্দে ফিরেছেন টাইগার অধিনায়ক।বলিউড বাদশাহ শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৩৭ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এ ম্যাচে ব্যাট হাতে যেমন অনবদ্য ছিলেন সাকিব তেমনই বল হাতেও।

আগের দুই ম্যাচে রান না পাওয়া সাকিব এদিন ২৫ বলে ৩৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। ব্যাটের পর বল হাতেও এদিন গায়ানার হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার উঠে সাকিবের ঝুলিতে।ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার নিতে এসে সাকিব বলেন, ‘দলের জন্য অবদান রাখতে পেরে ভালো লাগছে। প্রথম দুই ম্যাচে ভালো করতে পারিনি তবে আজকের রাতটা আমার ছিল।’

সংক্ষিপ্ত স্কোর-
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১৭৩/৬ (২০ ওভার) গুরবাজ ৬০, হেমরাজ ৪, হোপ ১৪, সাকিব ৩৫, শেফার্ড ৬, হেটমায়ার ২৩, স্মিথ ২২*; নারাইন ২/২৩, রামপল ১/৫২, সামিত ১/২৩

ত্রিনবাগো নাইট রাইডার্স: ১৩৬/১০ (২০ ওভার) সেইফার্ট ১৩, মুনরো ৩০, সামিত ৩৪, পুরান ১, পোলার্ড ১৩, রাসেল ১২, নারাইন ১৯; সাকিব ৩/২০, জুনিয়র ২/২৬, মতি ১/১৬, তাহির ২/৩১, স্মিথ ১/২১

ফল: গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৩৭ রানে জয়ী

ম্যাচসেরা: সাকিব আল হাসান

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৫ সেপ্টেম্বর ২০২২ /এমএম