Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোল ব্যবেধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেল বাংলাদেশের মেয়েরা। আর এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পেয়েছেন বাংলাদেশের দলনেতা সাবিনা খাতুন।এবারের সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে একাই দুটি হ্যাটট্রিক করার যোগ্যতা অর্জন করেন সাবিনা।

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। সেদিন জোড়া গোল করেন সাবিনা। বাংলাদেশ জেতে ৩-০ গোল ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। সেদিন বাংলাদেশ জেতে ৬-০ গোল ব্যবধানে। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় ছোটনের শিষ্যরা। গোল পাননি সাবিনা।

সেমিফাইনালে আবারও জ্বলে উঠেন বাঘিনীদের সর্দার। নিজের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করে জেতে ৮-০ গোলের বড় ব্যবধানে। তবে ফাইনালে গোলের দেখা পাননি সাবিনা।এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ চারটি করে গোল করেছেন বাংলাদেশের সিরাত জাহান স্বপ্না, ভারতের অ্যাঞ্জু মানং ও পাকিস্তানে নাদিয়া খান। আর তৃতীয় সর্বোচ্চ তিন গোল করেছেন ভারতীয় তারকা ফুটবলার গ্রাস ডাংমেই।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২০ সেপ্টেম্বর ২০২২ /এমএম