Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ সংক্ষিপ্ত ফরম্যাটের নিয়মিত বোলার মোস্তাফিজুর রহমান। টেস্ট খেলতে আগ্রহী নন তিনি। লাল বলের চুক্তিতেও নেই এ খেলোয়াড়।তবু দুই পেসার তাসকিন ও শরিফুলের ইনজুরিতে বিসিবির চাপের মুখে উইন্ডিজ সফরে টেস্ট দলে যুক্ত হয়েছেন তিনি।খেলেছেন কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। এর আগে গত বছর ফেব্রুয়ারিতে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই চট্টগ্রাম টেস্টে নেমেছিলেন মোস্তাফিজ।

আর ১৬ মাস পর লাল বল হাতে নিয়েই ভেলকি দেখালেন তিনি। বল করতে নেমে প্রথম ওভারেই ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। মোট ৩ উইকেট শিকার করেছেন কাটার মাস্টার। ৬ ওভারে অবশ্য ৩৪ রান দিয়ে ফেললেও ৩ উইকেট ঠিকই উড়িয়ে দেন প্রতিপক্ষের। একটি মেডেনও রয়েছে তার মধ্যে।

লাল বলে মোস্তাফিজের দারুণ কামব্যাকের দিনে টেস্টটি ড্র হয়েছে।৪ উইকেটে ২০১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা প্রেসিডেন্ট একাদশ ৩৫৯ রান করে ইনিংস ঘোষণা করে।এর আগে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩১০ রানে ইনিংস ঘোষণা করেছিল।দ্বিতীয় ইনিংসে মাহমুদুল ও মিরাজের সৌজন্যে বাংলাদেশ ২০ ওভারে ১ উইকেটে হারিয়ে ৪৭ রান করেছে। বাংলাদেশ ক্যারিবীয়দের প্রথম ইনিংসের রান থেকে ২ রানে পিছিয়ে থাকাবস্থায় দুদল ড্র মেনে নিয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৩ জুন  ২০২২ /এমএম