Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ অন্যান্য ক্রিকেটারদের চেয়ে দুদিন বেশি ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এসেই করোনা টেস্টে পজেটিভ এসেছে তারা। আর তাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে পাওয়া যাবে না বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন সাকিবের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাকিব ইসুত্যে চিকিৎসক মনজুর বলেন, ‘গত সোমবারে সাকিব আল হাসান দেশে এসেছেন। দেশে ফেরার পর করোনা পরীক্ষায় তিনি পজেটিভ হয়েছেন। এখন নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি। বোর্ড বিস্তারিত জানাবে এ বিষয়ে।’উল্লেখ্য, ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজে আগামী ১৫মে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার প্রথম ম্যাচ। একই মাসের ২৩ তারিখে দ্বিতীয় এবং টেস্ট শুরু হবে। সে ম্যাচে খেলতে পারেন সাকিব।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ মে  ২০২২ /এমএম