Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে শুরু হয়ে গেছে বাংলাদেশ দলের অনুশীলন। এর মাঝে দুই দিনের ছুটি নিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই দুদিন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটানোর পর আগামী মঙ্গলবার দেশের উদ্দেশে রওনা দেবেন তিনি।

বিশ্বসেরা অলরাউন্ডারের দুই দিনের ছুটি নেয়ার বিষয়টি টিম ম্যানেজমেন্টের এক সূত্র থেকে নিশ্চিত করেছে। সোমবার এবং মঙ্গলবার তার ছুটি রয়েছে। মঙ্গলবার রাতেই তিনি যুক্তরাষ্ট্র থেকে যাত্রা শুরু করবেন। আর বাংলাদেশে দলের সঙ্গে পরের দিন যোগ দেবেন।মুমিনুল হকের নেতৃত্বে রবিবার রাতেই ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় টাইগাররা। আর সোমবার থেকেই শুরু হয় তাদের অনুশীলন।

এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যেই বাংলাদেশে চলে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তবে দলের সঙ্গে আসেননি অধিনায়ক দিমুথ করুনারত্নে ও দুশমান্থ চামিরা। কাউন্টি খেলায় ব্যস্ত থাকায় আসতে পারেননি দিমুথ। আর চামিরা খেলছেন আইপিএলে।

এরপর আগামী সোমবার ও মঙ্গলবার নিজেদের ঝালাই করে নেবেন লঙ্কান ক্রিকেটাররা। আর ১১ ও ১২ মে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা দল।উল্লেখ্য, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে থেকে শুরু হবে প্রথম টেস্ট। সোমবার থেকে ১৪ মে পর্যন্ত টানা অনুশীলন করবে দল। সাকিবের মতো যোগ দেননি মোসাদ্দেক হোসেন সৈকতও।

বাংলাদেশ স্কোয়াড:

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসরাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহীদুল ইসলাম ও শরীফুল ইসলাম।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ মে  ২০২২ /এমএম