Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ স্প্যানিশ লা-লিগায় শনিবার রাতে এস্পানিঅলের জালে চার গোল দিয়েছে জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্ন্যাব্যুতে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তাতেই লিগ শিরোপা নিজেদের করে নিল রিয়াল মাদ্রিদ।এ জয়ের ফলে ৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে রিয়াল। এখনও চার ম্যাচ বাকি থাকলেও দ্বিতীয় অবস্থানে থাকা সেভিয়ার পক্ষে রিয়ালকে পেছনে ফেলা আর সম্ভব না। কেননা শেষ চার ম্যাচে রিয়ালের হার এবং সেভিয়ার জয় আসলেও পাঁচ ৫ পয়েন্টে এগিয়ে থাকবে আনচেলত্তির শিষ্যরা।

নিজেদের মাঠে খেলতে নেমে বড় জয় পেলেও ম্যাচে খুব একটা দাপুটে খেলা উপহার দিতে পারেনি রিয়াল মাদ্রিদ। বল দখলে খানিকটা এগিয়ে থাকলেও আক্রমণে ছেড়ে কথা বলেনি এস্পানিঅল। প্রতিপক্ষের গোলবার বরাবর রিয়াল পাঁচটি আক্রমণ করতে পেরেছে। অন্যদিকে এস্পানিঅল করেছে ছয়টি।তবে তাতে কোনো সুবিধা করতে পারেনি সফরকারীরা। রিয়ালকে প্রথম গোলটা এনে দেন রদ্রিগো গোয়েজ। ৩৩ মিনিটে বক্সের বাম পাশ থেকে মার্সেলোর পাস থেকে প্রতিপক্ষ বিপদসীমায় চলে আসেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এরপর এস্পানিয়ল রক্ষণ আর গোলরক্ষককে ফাঁকি দিয়ে দূরের পোস্টে শট করে ১-০ গোলে এগিয়ে দেন দলকে। ১০ মিনিট না যেতেই ডি বক্সে বল পেয়ে কোনাকুনি শটে ব্যবধান দিগুণ করেন রদ্রিগো।

বিরতির থেকে ফিরে কিছু পরই গোল পেয়ে যান মার্কো অ্যাসেনসিও। প্রতি আক্রমণে বক্সের বাইরে থেকে এদুয়ার্দো কামাভিঙ্গা পাস বাড়ান এগোতে থাকা স্প্যানিশ এই ফরোয়ার্ডকে। তা নিয়ে বক্সে ঢুকেই গোলটি করেন অ্যাসেনসিও।আর ম্যাচের ৮১তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে বল জালে পাঠান বেনজেমা। ভিনিসিয়াসের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে গোলরক্ষককে ফাঁকি দেন ফরাসি এই স্ট্রাইকার। তাতেই বড় জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০১ মে  ২০২২ /এমএম