Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  ক্রিশ্চিয়ানো রোনালদোর সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক। লিওনেল মেসি, রবার্ট লেওয়ানডস্কি, মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে ১৮তম ‘গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড’ জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

১৮তম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার পেলেন রোনালদো। ২০০৩ সালে চালু হওয়া পুরস্কারটি প্রথম পেয়েছিলেন সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড রবের্তো বাজিও।

বার্সেলোনা ফরোয়ার্ড মেসির এখনও এই পুরস্কার জেতা হয়নি। কাতালান ক্লাবটির একমাত্র খেলোয়াড় হিসেবে এই অ্যাওয়ার্ড জিতেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। প্রথম পর্তুগিজ খেলোয়াড় হিসেবে পুরস্কারটি জিতলেন রোনালদো।

জুভেন্টাস মহাতারকার সঙ্গে তালিকায় ছিলেন বার্সেলোনার মেসি, বায়ার্ন মিউনিখের লেওয়ানডস্কি, লিভারপুলের সালাহ। এছাড়া পিএসজির নেইমার, রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস, ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো, বার্সার জেরার্ড পিকে, ইন্টার মিলানের আর্তুরো ভিদাল ও জুভেন্টাসের জিওর্জিও চিলিনি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ ডিসেম্বর ২০২০/এমএম