Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  তর্কসাপেক্ষে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। কিন্তু দেশের মানুষের মধ্যে খেলাটি নিয়ে যে উন্মাদনা কাজ করে, সে হিসাবে জাতীয় ফুটবল দলের পারফরম্যান্স নাজুক। দীর্ঘকাল ধরে ফিফা র‌্যাংকিংয়ে তলানির দিকে ধুঁকছে বাংলাদেশ। দেশের ফুটবলের এই নাজুক অবস্থার পেছনে অন্যতম বড় কারণ পাইপলাইনে ঘাটতি।প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করার মতো যথেষ্ট প্ল্যাটফর্ম এখনো তৈরি হয়নি বাংলাদেশে। সেটা ঘোচাতে এবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জেলা পর্যায়ে ফুটবল আয়োজনের পরিকল্পনা করেছেন।

শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘জেলা পর্যায়ের ক্রীড়াঙ্গনকেও আমরা গুরুত্ব দিচ্ছি। বাফুফেকে জেলা পর্যায়ের ফুটবলের ব্যাপারে ডিজাইনিং করতে বলেছি। তারা সেই ডিজাইন করলে আমরা ২-৩ মাসের মধ্যে জেলা ফুটবল শুরু করব।’

যুব ও ক্রীড়া উপদেষ্টা তার বক্তব্যে ক্রীড়াঙ্গনের সামগ্রিক পরিবর্তনের চেষ্টার কথাও ব্যক্ত করেছেন। বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ক্রীড়া ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ক্রীড়াক্ষেত্রের পূনর্গঠন ও সংস্কার নিয়ে কাজ করছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। ক্রীড়া বাজেটের বাজেটের যে স্বল্পতা আছে, আমরা সরকারকে অনুরোধ করেছি, ক্রীড়াক্ষেত্রে আরও প্রণোদনা দেওয়ার।’

বিশিষ্ট ক্রীড়া সংগঠক অঞ্জন চৌধুরী পিন্টুও সে অনুষ্ঠানে জেলা পর্যায়ে খেলাধুলার দিকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানান। বলেন, ‘জেলা পর্যায়ে খেলাধুলা ঝিমিয়ে গেছে, এখানে উপদেষ্টা আছেন, তার কাছে আমার অনুরোধ থাকবে, তিনি যেন জেলার খেলাধুলার দিকে দৃষ্টি দেবেন। সবাই ভালো থাকবেন, ক্রীড়াঙ্গনের সাথে থাকবেন।’

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১১ এপ্রিল ২০২৫ /এমএম