Menu

বৈরি আবহাওয়ায় দক্ষিণাঞ্চলে লঞ্চ চলাচল বন্ধ

বাংলানিউজসিএ ডেস্ক :: বৈরি আবহাওয়ার কারণে ঢাকা নদীবন্দরের সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ৪৩টি রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক আবু জাফর হাওলাদার বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঢাকা নদীবন্দরে ২ নম্বর সংকেত থাকায় নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি উন্নতি হলে এ আদেশ প্রত্যাহার করা হবে।

এদিকে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঈদে ঘরমুখো মানুষরা দুর্ভোগের মধ্যে পড়েছেন। দমকা বাতাশ ও বৃষ্টির মধ্যে যাত্রীদের ঘাটে বসে অপেক্ষা করতে হচ্ছে।

ঈদযাত্রার দ্বিতীয় দিন শনিবার সারা দিনে ১০৩টি লঞ্চ ঢাকা সদরঘাট থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। আর রোববার সকাল থেকে সাড়ে ১০টা পর্যন্ত ছেড়ে গেছে ২৩টি লঞ্চ। এরপরই বৈরি আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

রোববার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৈরি আবহাওয়ার কারণে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়োহাওয়ার সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০২ মে ২০১৯/ এমএম


Array