আহসান রাজীব বুলবুল, কানাডা প্রতিনিধি :: টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র ‘মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টার’ এ বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র স্মরণে এক চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠিত হয়।
টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিকের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চলচ্চিত্র নির্মাতা ফুয়াদ চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল, সাংবাদিক সুমন রহমান, শেখ শাহনওয়াজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ হোসেন ও আশিস দত্ত। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে টেলিফোনে অভিনেতা প্রবীর মিত্রের জীবন ও কর্ম নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি, রবিবার অভিনেতা প্রবীর মিত্র ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শরীরে অক্সিজেন–স্বল্পতাসহ নানা অসুস্থতায় তিনি বেশ কয়েক দিন ধরে ভুগছিলেন।
১৯৪১ সালের ১৮ আগস্ট চাঁদপুরের নতুনবাজার গুয়াখোলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তাঁর পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন তিনি। ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র ‘নায়ক’ হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। পরে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন।
ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করে তিনি অভিনয় জগতে বিশেষভাবে সম্মানিত হয়ে আছেন। তিনি চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখ্যযোগ্য চলচ্চিত্রগুলি হচ্ছে, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয়–পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’ ও ‘পুত্রবধূ’।
প্রবীর মিত্র স্মরণ অনুষ্ঠানে ‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।
ছবি ক্যাপশন
অনুষ্ঠানে স্মৃতিচারণ করছেন চলচ্চিত্র নির্মাতা ফুয়াদ চৌধুরী
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১২ জানুয়ারি ২০২৫ /এমএম