Menu

বাংলানিউজসিএ ডেস্ক ::  প্রকৃতিপ্রেমী মুহাম্মদ ইয়াছির আরাফাত পাখি নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে। ছোটবেলা থেকে এটা তার শখ এবং স্বেচ্ছায় মনের ইচ্ছায় পাখিদের নিয়ে কাজ শুরু করেন। তিনি নিজের অজান্তেই পাখির আঙিনায় বসবাস করে, ঘটায় মিলন মেলা। আর এই মিলনমেলার ফলসুরপি তার সঙ্গে মিলন ঘটে বিভিন্ন প্রজাতির পাখির। এর মধ্যে আছে বুলবুল, মথুরা, বড় সরালি, নাগর বাটই, বন তিতির, কাঠ ময়ূর, রাঙ্গামুড়ি, লালচে কাঠঠোকরা, নীল গলা বসন্তবৌরি।

তার সবচেয়ে প্রিয় শখ মা ও বাচ্চা পাখির মিলন মেলা দেখা। চাতক পাখির মতো বসে থাকে মা পাখি কখন তার সন্তানকে খাবার খাওয়াবে আর এ দৃশ্যগুলো বন্দি করেন নিজের ক্যামেরায়। দীর্ঘ দশ বছর ধরে এ কাজটি তিনি করে আসছে। প্রকৃতির নানা প্রতিকূলতা এবং পরিবারের বিভিন্ন প্রতিবন্ধিকতাকে উপেক্ষা করে কাজটি করছেন। যখনই তিনি সময় পান, বেরিয়ে যান হাতে ক্যামেরা নিয়ে। মিলে যান প্রকৃতি আর অরণ্যের সঙ্গে। খুঁজে পান পাখি ও প্রকৃতির প্রেম। এ প্রেমই তাকে ওতপ্রোতভাবে বেঁধে রেখেছে বলেই তিনি মনে প্রাণে বিশ্বাস করেন। তিনি ইতিমধ্যেই দুইশ’র বেশি পাখির তথ্য সংগ্রহ করেছেন এবং তা নিয়ে ধারাবাহিকভাবে প্রামাণ্য চিত্র তৈরি করছেন।

পেশায় একজন সরকারি কর্মজীবী হলেও নেশা কেবল বাংলাদেশের পাখি। নানা ধরনের ভিডিও এডিট করতে করতে মাথায় আসে শুধুই পাখি বিষয়ে ইউটিউব চ্যানেল খোলার। যে চ্যানেলে থাকবে বাংলাদেশের পাখি নিয়ে তথ্য সমৃদ্ধ ভিডিও, যা সারা বিশ্বের মানুষ চাইলেই দেখতে পারবে। প্রকৃতির স্বর্গরাজ্য আমাদের এই বাংলাদেশ। এখানের অপরূপ পাখিকুল তার ভিডিও থেকে দেখে যদি কেউ পাখি ও প্রকৃতি রক্ষায় সচেতন ভূমিকা রাখে তাহলে তার এই প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করেন। ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটি পাখির উপরে প্রামাণ্য চিত্র করেছেন।

এই লিংক এ দেখা যাবে- https://www.youtube.com/channel/UCMgnYKaXZ__NyVfjMtqhldw। বাংলাদেশের দুইশোটির বেশি পাখি নিয়ে ধারাবাহিক বিবরণ থাকবে এই চ্যানেলে। আজকাল বাংলাদেশের অনেক পাখি দেখা যায় না শহরায়ন ও পরিবেশ দূষণের কারণে। বিপন্ন এসব পাখিগুলো রক্ষায় সচেষ্ট থাকবে বাংলাদেশের পাখি নিয়ে সর্বপ্রথম কাজ করা Birds of Bangladesh চ্যানেলের।

উল্লেখ্য, ইয়াছির আরাফাত কাজ করছেন তথ্য মন্ত্রণালয় ভিডিও এডিটর হিসেবে। ফেসবুক চ্যানেল: https://www.facebook.com/Birds-of-Bangladesh-105775740841365/

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৬ নভেম্বর ২০১৯ /এমএম


এই বিভাগের আরও সংবাদ