Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) ‘লিস্ট এ’ টুর্নামেন্ট। ওয়ানডে ফরম্যাটের এই লিগটি দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর। লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল সুপার লিগে খেলে। কিন্তু আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় সুপার লিগের খেলাগুলো ৫০ ওভারের পরিবর্তে ২০ ওভারের হলে ভালো হতো। এমন মন্তব্য করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের এমন মন্তব্য নিয়ে আজ লিগের চ্যাম্পিয়ন আবাহনীকে পুরস্কার তুলে দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, সাকিব হয়তো দুষ্টমি করে এমনটি বলেছেন।

সাকিব বলেছিলেন, ‘সুপার লিগটা টি-টোয়েন্টি সংস্করণে হলে ভালো হতো, ক্রিকেটারদের জন্যও সুবিধা হতো। ক্রিকেটারদের কথা কারও ভাবা উচিত ছিল। এ রকম পরিস্থিতিতে সারা দিন রোদের মধ্যে খেলানো ক্রিকেটারদের জন্য খুবই অমানবিক।’ সাকিবের বক্তব্য প্রসঙ্গ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘প্রিমিয়ার লিগ তো লিস্ট ‘এ’ টুর্নামেন্ট। আমি কী হঠাৎ করে লিস্ট এ টুর্নামেন্টকে টি-টোয়েন্টি করে দিতে পারি? এটা কী ইচ্ছে মতো করা যায়! এটার তো সুযোগই নেই। কথাটা হয়ত সাকিব দুষ্টুমি করে বলেছে।’

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৬ মে ২০২৪ /এমএম