Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে শিরোপা শূন্য ছিলেন লিওনেল মেসি। দুই কোপা আমেরিকার ফাইনাল, বিশ্বকাপের ফাইনালে হেরেছেন তিনি। ঘটনা একই রকম হতে পারত যদি না একজন এমিলিয়ানো মার্টিনেজ থাকতেন। কেননা এমিলিয়ানো মার্টিনেজের কল্যাণে ২০২১ এ কোপা আমেরিকা ও ২০২২ এ বিশ্বকাপ জিতেন এ ফুটবল জাদুকর। লিওনেল মেসিকে হৃদয় দিয়ে ভালোবাসেন মার্টিনেজ । আর সেই ভালোবাসার কথা বলেছেন বহুবার। এবার সেই মেসির মুখ শুনলেন তিনি (মার্টিনেজ) বিশ্বের সেরা গোলকিপার।

এমি মার্টিনেজ ২০২১ সালের কোপা আরেরিকার সেমিফাইনালে দলকে টাইব্রেকারে জিতিয়েছেন। কলম্বিয়ার বিপক্ষে তার দল জিতেছিল ৩-২ ব্যবধানে। ওই ম্যাচে তিনটি পেনাল্টি ফেরান তিনি। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় দল। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ও ফাইনালে টাইব্রেকারে দুর্দান্ত সব সেভ দিয়ে দলকে জেতান তিনি। কোয়ার্টারে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪-৩ গোলে জেতে আর্জেন্টিনা। যার নায়ক এমি। এরপর ফাইনালে ফান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা। এমি ফেরান একটি শট। অন্যটি বাইরে মারে লেস ব্লুজরা।

সর্বশেষ শুক্রবার (৫ জুলাই) বাংলাদেশ সময় সকালে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে আর্জেন্টিনা। এই ম্যাচে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে আর্জেন্টিনার জয়ের নায়ক ছিলেন মার্তিনেজ। সেমিফাইনালে ওঠার পর স্বাভাবিকভাবেই মার্টিনেজকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন মেসি। জড়িয়েও ধরেছেন তাকে। সংবাদমাধ্যমে কথা বলার সময় প্রশংসায় ভাসিয়েছেন ২০২২ কাতার বিশ্বকাপে সেরা এই গোলকিপারকে।

পরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে করা এক পোস্টে মার্টিনেজকে বলেছেন বিশ্বের সেরা গোলকিপার, ‘আরও একটি ধাপ…কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে আমরা অনেক ভুগেছি। আমরা সেমিফাইনালে উঠেছি, সে জন্য সবাইকে ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের দলে আছে বিশ্বের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ এগিয়ে যাও আর্জেন্টিনা।’

ইনস্টাগ্রামে এই পোস্টের আগে টেক্সাসে ইকুয়েডরকে হারানোর পর সংবাদমাধ্যমেও মার্টিনেজের প্রশংসা করেন মেসি, ‘আমি জানতাম, এ ধরনের সময়ে দিবু দাঁড়িয়ে যাবে। এ ধরনের মুহূর্তই ওর পছন্দ, যেটা তাকে বড় করে তুলেছে। ও গোলবারের নিচে থাকলে অন্য রকম হয়ে ওঠে।’

কোচ লিওনেল স্কালোনিও ম্যাচের পর মেতেছিলেন মার্টিনেজের বন্দনায়, ‘আমি গোলকিপিং কোচ নই। কিন্তু যখন তারা গোল সেইভ করে তারা বিপক্ষ দলের ওপর আধিপত্য দেখায়, খেলা থেকে ছিটকে দেয়। আর সে (এমি মার্টিনেজ) গোল বাঁচায়। এমনভাবে গোল ঠেকায়, যেন সে মাঠকেই আওয়াজ করতে বাধ্য করে। এটা ভাল দিক, সে আর্জেন্টাইন।’

এদিকে আজ আরও একবার পেনাল্টি শ্যুটআউট দেখেছে কোপা আমেরিকা। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ের ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর খেলা চলে যায় টাইব্রেকারে। যেখানে ভেনেজুয়েলাকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেমির টিকিট কেটেছে কানাডা। বুধবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় নিউ জার্সিতে সেমিফাইনালে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৬ জুলাই ২০২৪ /এমএম