প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: তার কাছে বয়স শুধু একটা সংখ্যা মাত্র। পায়ের জাদুতে বয়সটাকে স্রেফ একটা সংখ্যায় আটকে দিচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে সৌদি লিগের অবনমন অঞ্চলের দল আল তাইয়ের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন। করেছেন ক্যারিয়ারের ৬৪ তম হ্যাটট্রিক। শনিবার (৩০ মার্চ) আল আওয়াল স্টেডিয়ামে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে আল-তাইকে উড়িয়ে দিয়েছে আল নাসর। ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আল নাসর।
সময়টা ভালো যাচ্ছিল না রোনালদোর। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে আল নাসর বাদ পড়ার পর আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের জার্সিতেও সময়টা ভালো কাটেনি তার। সুইডেনের বিপক্ষে ৫-২ গোলের জয়ের দিনে স্কোয়াডেই ছিলেন না ৩৯ বছর বয়সী রোনালদো। স্লোভেনিয়ার বিপক্ষে একাদশে ফিরলেও সে ম্যাচে ২-০ গোলে হেরে যায় পর্তুগাল।
বিরতি শেষে ক্লাবে ফিরেই জ্বলে উঠলেন রোনালদো। আল তাইয়ের বিপক্ষে ক্যারিয়ারের ৬৪তম হ্যাটট্রিক করেছেন তিনি। হ্যাটট্রিক সংখ্যায় চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে আরও পেছনে ফেললেন তিনি। এদিন ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যেতে পারতো আল নাসর। ঘারিবের দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে ঠেকান তাইয়ের গোলরক্ষক। তবে ২০ মিনিটে একই জায়গা থেকে গোল করে আল নাসরকে লিড এনে দেন ওতাভিও। দুই মিনিট পরেই অবশ্য সমতায় ফেরে আল তাই। আল নাসরের ডি-বক্সের বাইরের জটলার মাঝে ফাঁক খুঁজে গোল করেন ভার্জিল মিসিদজান।
৩৬ মিনিটে ১০জনের দলে পরিণত হয় আল তাই। একটি আক্রমণের সময় দলটির গোলদাতা মিসিদজান আল নাসরের গোলরক্ষক ওসপিনার মুখে বুট দিয়ে আঘাত করেন। ভিএআর দেখে রেফারি লাল কার্ড দেখান তাকে। ১০জনের দলে পরিণত হয়ে আর লড়াই চালাতে পারেনি আল তাই। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মিনিটে দারুণ এক হেডে আল নাসরকে ফের এগিয়ে দেন ঘারিব।
দ্বিতীয়ার্ধে চলে রোনালদো শো, যার শুরুটা ৬৪ মিনিটে। কর্নার থেকে পাওয়া গড়ানো বলে প্লেসিং শটে গোলের খাতা খোলেন পর্তুগিজ মহাতারকা। তিন মিনিট পরেই ফের গোল করেন রোনালদো। আল নাসরের একটি আক্রমণ গোললাইন থেকে ক্লিয়ার করতে ব্যর্থ হন আল তাইয়ের খেলোয়াড়রা। বল পোস্টে লেগে চলে আসে রোনালদোর সামনে। ফাঁকা জালে বল পাঠান তিনি।
৮৭ মিনিটে হ্যাটট্রিক গোলটি রোনালদো দুর্দান্ত এক হেড থেকে করেন। ৩০ বছর পূর্ণ হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪৯৬টি ম্যাচ খেলেছেন রোনালদো। তাতেই ৪১৯টি গোল করার পাশাপাশি ৯৪টি অ্যাসিস্টও করেছেন তিনি। এমন বড় জয়ের পরও অবশ্য আল নাসরের লিগ শিরোপা জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ২৫ ম্যাচে ১৯ জয় ও ২ ড্রয়ে ৫৯ পয়েন্ট আল নাসরের। অন্যদিকে শীর্ষে থাকা আল হিলাল ২৫ ম্যাচে ২৩ জয় ও ২ ড্রয়ে সংগ্রহ করেছে ৭১ পয়েন্ট। এদিনও জয় পেয়েছে আল হিলাল। আল শাবাবের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৪-৩ গোলে জয় পেয়েছে আল হিলাল। জোড়া গোল করেছেন অ্যালেক্সান্ডার মিত্রোভিচ, একটি করে গোল করেন সার্জ মিলানকোভিচ স্যাভিচ ও সালেম আলদাওসারি।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ৩১ মার্চ ২০২৪ /এমএম