আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডায় নতুন আসা অভিবাসী এবং বর্তমান ক্রেতাদের চাহিদা মেটাতে ক্যালগেরির নর্থ ওয়েস্টের নোলান হিল এলাকায় নতুন “নোলান হিল হালাল মিট অ্যান্ড কনভেনিয়েন্স” গ্রসারির দোকান উদ্বোধন করা হয়েছে।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি কয়েস চৌধুরী, দোকানের স্বত্বাধিকারী হাসিব রহমান সহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিশ্ব জুড়ে আর্থিক সংকট আর কানাডার বর্তমানে পরিস্থিতিতে এমন একটি চ্যালেঞ্জিং উদ্যোগ, প্রবাসী বাঙ্গালীদের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে– জানালেন প্রবাসী বাংলাদেশীরা।
“নোলান হিল হালাল মিট অ্যান্ড কনভেনিয়েন্স” গ্রোসারীর স্বত্বাধিকারী হাসিব রহমান জানালেন, প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালিরা ক্যালগেরিতে আসছেন। শুধু বাঙালি নয়, বিভিন্ন কমিউনিটির ক্রেতাদের চাহিদা ও তাদের প্রয়োজনীয় পণ্যের সরবরাহ করতে আমরা সচেষ্ট।
তাছাড়া এটি পূর্ণাঙ্গ একটি গ্রোসারী স্টোর যেখানে প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যাবে। আপনাদের সেবাই আমাদের প্রধান লক্ষ্য।উল্লেখ্য উদ্বোধনী দিনে প্রবাসী বাঙালি সহ বিভিন্ন কমিউনিটির প্রচুর সংখ্যক ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৭ সেপ্টেম্বর ২০২৩ /এমএম