Menu

আহসান রাজীব বুলবুল, কানাডা :: শ্রাবনের মেঘ রৌদ্রের লুকিচুরিতে এ্যাসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স আলবার্টা কানাডা (এ্যাবেক) এর এক্সিকিউটিভ কমিটির আয়োজনে কানাডার ক্যালগেরির নর্থ গ্লেনমোর পার্ক এ অনুষ্ঠিত হয় “এ্যাবেক ২০১৯ বার্ষিক বনভোজন ”।

এ্যাবেক কানাডার আলবার্টা প্রদেশে অবস্থানরত বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স একটি সংগঠন । সংগঠনটি অনেক বছর ধরেই ইঞ্জিনিয়ারদের র্জন্য কাজ করে আসছে। সারাদিন ব্যাপী এই বনভোজন প্রবাসী জ্যেষ্ঠ- মধ্য বয়সী-তরুণ প্রকৌশলী দের এক মিলন মেলায় পরিনত ক্যালগেরির নর্থ গ্লেনমোর পার্ক। প্রবাসী বাঙ্গালীরা আনন্দে মেতে উঠেছিল আর উপভোগ করছিল প্রকৃতির অবয়ব রুপ আর নৈসনিক সৌন্দর্যকে।

প্রবাসী প্রকৌশলী পরিবার, আত্মীয়, বন্ধু নিয়ে আনন্দে মেতে উঠেছিল আর উপভোগ করছিল প্রকৃতির অবয়ব রুপ আর নৈসনিক সৌন্দর্যকে।সারাদিন ব্যাপী এই বোনভোজনে ছিল ছোট ছোট শিশু কিশোরদের বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা,ছিল বড়দের কারাম এবং মহিলাদের আকর্ষনীয় বালিশ খেলা ও লুডু।পরিশেষে পুরষ্কার বিতরনী ও রাফেল ডৄর মাধ্যমে শেষ হয়।

 

পিকনিক টি সফলভাবে সম্পন্ন করতে কমিটির প্রেসিডেন্ট সুব্রত বৈরাগী সহ এক্সিকিউটিভ ডিরেক্টর মফিজুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন, ফজলুল কবীর, রাসেল হোসেন, ডিরেক্টর, ফয়সল মাহমুদ, ডশরীফ রহমান, মনিরুল ইসলাম, হাসান রহমান, রিফাত আমান, খোকন ডেভনাথ, জুবায়ের ,খন্দকার খায়ের অনেক দিন থেকে কাজ করে আসতেছে বলে জানিয়েছেন সংগঠনটির কমিউনিকেশন ডিরেক্টর ফয়সল মাহমুদ ।

বাংলানিউজসিএ/ঢাকা / ২৯ জুলাই ২০১৯/ এমএম


এই বিভাগের আরও সংবাদ