Menu

শুভ্র দাস শুভ, ক্যালগেরী, কানাডা

ক্যালগেরী শহরে আমরা যারা বসবাসরত, আমাদের জীবনে গাছে গাছে শিমূল ফুল, কিংবা অন্য যেকোন ফুলসহ বসন্ত হয়তো
কোনদিনও আসবে না। মাঝে মাঝে তো মনে হয় সুভাষ মুখোপাধ্যায়ের  ফুল ফুটুক না ফুটুক কবিতাটি আমাদের কানাডার
মানুষদের নিয়েই লিখা। যাক প্রকৃতির এই নিয়ম আমরা মেনে নিয়েই এখানে আছি। তারপরও সব জেনেশুনেও পহেলা ফাল্গুন আসলে
আমরা অনুভব করি প্রিয়জনদের কথা, মনে মনে আমরাও যেতে চাই টিএসসি এলাকায়, কিংবা রমনা পার্কে হলুদ-গেরুয়া রঙের
পাঞ্জাবী পরে, আরো ভাবি সাথে থাকবে আমাদের পরিবারের প্রিয়জন সহ অনেকে। এবার বাস্তবে আসি, এসব হচ্ছে না বলে কিন্তু আমরা
বসে নেই, বিশেষ বিশেষ এই দিনগুলো আসলেই আমরা একে অপরকে শুভেচ্ছা বার্তা পাঠাই, নানান রকম আয়োজন করি, দেশে
পরিবারের দিনটি উদযাপনের খবর নেই। এই যেমন সামনে আসছে আমাদের পহেলা বৈশাখ, ৬ মাস ধরে আমরা পরিকল্পনা করছি
উৎসবটি উদযাপন নিয়ে। হয়তো এভাবেই কেটে যাবে আমাদের জীবনে বসন্তর পর বসন্ত !
যাইহোক শেষ দুটি লাইন পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে প্রিয়জনের উদ্দেশ্যেঃ
বসে আছি পথ চেয়ে ফাগুনেরও গান গেয়ে,
যত ভাবি ভুলে যাবো মন মানে না, মন মানে না।।


এই বিভাগের আরও সংবাদ