Menu

আহসান রাজীব বুলবুল :: “বাবা মানেই নির্ভতার আকাশ আর নিঃসীম নিরাপত্তার চাদর” এই শ্লোগানকে সামনেরেখে কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে পালিত হলো বিশ্ব বাবা দিবস। অনুষ্ঠানটির মুল পরিকল্পনাকারী ছিলেন পুনম মাহমুদ ও তাহমিনা বেলী । রীতা কর্মকারের সঞ্চলনা ও সুচনা সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিএওসি প্রেসিডেন্ট কাজী এহসান এবং সাধারন সম্পাদক মো. রশিদ রিপন। অভূর্তপূর্ব এই অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল বাবাদের কেক কাটা এবং তাদের জন্য উপহার। মার মত বাবাও ছোট্ট একটি শব্দ অথচ গভীরতা অতলান্ত অসীম।

দিবসটি উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী জাষ্টিন টুডো পৃথক এক বাণীতে বলেন, সংসারের সব চাইতে গুরুত্বপূর্ণ ব্যাক্তিটি বাবা,সন্তান ভূমিষ্ট হবার প্রথম পাঁচ সপ্তাহ প্রতি বাবার জন্য অর্থসহ ছুটির ব্যাবস্থা করা হয়েছে যাতে করে সে তার সন্তানের দায়িত্ব পালন করতে পারে। এ ছাড়াও, তিনি সব বাবাদের মঙ্গল কামনা করেন।

পরিকল্পনাকারী পুনম মাহমুদ জানান, আজ বছরের গুরুত্বপূর্ণ একটি দিন, আমরা চাই বাবাদের একটু ভিন্ন ভাবে উপস্থাপন করতে, আজকের দিনটি স্মরনীয় করে রাখতেই তাদের দিয়ে কেক কাটানো আর গিফটের বিশেষ ব্যবস্থা।

বিসিএওসি এর সভাপতি কাজী এহসান বলেন, বাবা শাশ্বত, চির আপন, চিরন্তর-বাবার তুলনা তিনি নিজেই পৃথিবীর সব বাবাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা।

বিসিএওসি এর সাধারন সম্পাদক মো. রশিদ রিপন বলেন, আদর শাষণ আর বিশ্বস্থার জায়গা হলো বাবা। পিতা সন্তানের মাথার উপরে, যার স্নেহ ছায়া বটবৃক্ষের মতো। আজকের এই দিনে পৃথিবীর সব বাবাদের প্রতি গভীর ভালোবাসা, ভাল থাকুক সব বাবা।

বিসিএওসির অ্যাডভাইজার আহসান রাজীব বুলবুল বলেন, আর কোন বৃদ্ধাশ্রম নয়। আমি মনে করি প্রতিদিনই বাবা দিবস। বাবার মাধ্যমেই সন্তানের জীবন শুরু। সন্তান বাবার ঋণ কখনো পরিমাপ করতেও পারে না। আসুন বৃদ্ধা বাবা মাদের যত্ম নেই, অন্ততঃ ফোনে তাদের সঙ্গে প্রতিদিন একবার করে হলেও কথা বলি। আর যে সব বাবা মা পরলোক গত হয়েছেন তাদের জন্য দোয়া করি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও তাদের পরিবার বর্গ। পরিবেশনা ছিল বাহারী রকমের খাবারের আর ছিল বাঙ্গালীর চিরাচরিত আড্ডা।

বাংলানিউজসিএ/ঢাকা/১৭ জুন ২০১৯/ইএন


এই বিভাগের আরও সংবাদ