Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস ::‌কানাডার ক্যালগেরিতে আগামীকাল ২৭মে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বৈশাখী আনন্দ মেলা ও ঈদ পুনর্মিলনী” । এই উপলক্ষ্যে আয়োজকদের উদ্যোগে ক্যালগেরির “উৎসব সুইটস এন্ড রেস্টুরেন্টে” এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সাংস্কৃতিক ও নানা আয়োজনের কথা তুলে ধরা হয়।এতে উপস্থিত ছিলেন বিখ্যাত ব্যান্ড দল ফিডব্যাক এর লিড ভোকালিস্ট শাহনুর রহমান লুমিন ও ফোকখ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী পিন্টু ঘোষসহ আয়োজকরা। এছাড়াও উপস্থিত ছিলেন আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল “প্রবাস বাংলা ভয়েস” এর প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল “চ্যানেল আই” ও “প্রবাস বাংলা ভয়েস”।সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সূচী ও লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠক শুভ্র দাস। তিনি জানান, প্রজন্ম থেকে প্রজন্মাতরে আমাদের আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্যকে ধরে রাখতেই আমাদের এই আয়োজন।তিনি জানান, আমাদের এই আনন্দ ঘন মূহুর্তকে স্মরনীয় করতে বাংলাদেশ থেকে এসেছেন বিখ্যাত ব্যান্ড দল ফিডব্যাক এর লিড ভোকালিস্ট শাহনুর রহমান লুমিন ও প্রখ্যাত সঙ্গীতশিল্পী পিন্টু ঘোষ। প্রবাসের মাটিতে তাঁরা তুলে ধরবেন আশি এবং নববই দশকের সেই সব বিখ্যাত গান। অন্যদিকে ফোকখ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী পিন্টু ঘোষও তুলে ধরবেন আবহমান বাংলার জনপ্রিয় গানগুলি যা আমাদেরকে নিয়ে যাবে শৈশবের বাংলাদেশে।

আয়োজকরা জানান, ঐদিন বৈশাখের রঙ, ভালবাসার রঙ, আড্ডার রঙ, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় একে অপরের সান্নিধ্যে শ্রদ্ধা, ভালবাসা বিনিময়ের মাধ্যমে হৃদয়-মন ভরে উঠবে প্রবাসী জীবনের আনন্দ জয়গানে।এক প্রশ্নের জবাবে তারা বলেন, প্রবাস জীবনে বাঙ্গালীদের মাঝে এই আয়োজন মনের খোরাক ও নির্মল আনন্দ দিতে শতভাগ সফল হবে -এমনটাই আমাদের প্রত্যাশা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৭ মে  ২০২২ /এমএম


এই বিভাগের আরও সংবাদ