Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে আর্সেনালকে ২-০ গোল ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন দলের হয়ে একাই জোড়া গোল করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনলদো। আর তাতেই ক্যারিয়ারের আটশ গোলের মাইলফলক স্পর্শ করে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন সিআর সেভেন খ্যাত এই তারকা ফুটবলার।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বল দখল এবং আক্রমণে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে থাকলেও ১৩তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। গানারদের কর্নার প্রতিহত করার সময় সতীর্থ ফ্রেডের পায়ের খোঁচায় ব্যথা পেয়ে মাটিতে পড়ে ছটফট করতে থাকেন ম্যানইউ গোলকিপার ডেভিড ডে গিয়া। ততক্ষণে অরক্ষিত গোলপোস্ট দিয়ে বক্সের প্রান্ত থেকে গোল করেন এমিল স্মিথ রোভে। অবশ্য ব্রুনো ফার্নান্দেসের গোলে প্রথমার্ধেই সমতায় ফেরে স্বাগতিকরা।

বিরতির পরপরই আসে রোনালদোর মাহেন্দ্রক্ষণ। ৫২ মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের পাস পেয়ে সেটাকে প্রতিপক্ষের জালে পাঠান রোনালদো। তাতেই ৮০০তম ক্যারিয়ার গোলের মাইলফলক ছোঁয়া হয়ে যায় তার। বর্তমানে খেলছেন, এমন ফুটবলারদের ভেতর তিনিই প্রথম ছুঁলেন এই কীর্তি।

এদিন ম্যাচে আরও একটি গোল করেছেন এই পর্তুগিজ স্ট্রাইকার। ম্যাচের ৭২তম মিনিটে জয়সূচক গোলটি করলে ৮০১ গোল হয়ে যায় রোনালদোর। পেশাদার ফুটবলে প্রথম ফুটবলার হিসেবে ৮০০ গোল করলেন তিনি। অবশ্য আনঅফিসিয়াল একটি হিসেবে ৮০৫ গোল রয়েছে সাবেক চেকোস্লোভাকিয়ান তারকা জোসেফ বিকানের।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ ডিসেম্বর  ২০২১ /এমএম