Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ মিরপুরে আরেকটি সিরিজ আবারও সেই পুরোনো আলোচনা— মারমার কাটকাট সংস্করণ টি-টোয়েন্টিতে কেনো লো স্কোরিং পিচ? বিশ্বকাপের আগে মিরপুরের পিচ নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন। স্লো এবং টার্নিং পিচে খেলে বাংলাদেশের আসলে কতটা লাভ হচ্ছে তা নিয়েও উঠেছিল প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তরও পেয়েছে বাংলাদেশ— বিশ্বকাপে ভরাডুবি। সুপারটুয়েলভের সবগুলো ম্যাচেই হার।

বিশ্বকাপে চরম ব্যর্থতার পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে হারের বৃত্ত ভেঙে নতুন শুরুর আশা ছিল টাইগার শিবিরে। কিন্তু সেই একই বৃত্তে হাটছে লাল সবুজ জার্সিধারীরা। এবারও মিরপুরে ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং বিভাগ। ছিল না বড় রান করার তাড়া, না ছিল বিগ হিট করার ইচ্ছা। যেন উইকেটে থিতু হতেই নামা ব্যাটারদের। কিন্তু লাভ তাতে কিছুই হল না। ঘরের মাঠে প্রথমবার একাধিক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ। এমন পিচে খেলে যে বাংলাদেশ যে ভালো কিছু করবে না, তা অনেকের মতো মনে করেন পাকিস্তানি সাবেক তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি।

পাকিস্তানের বিপাক্ষে সিরিজের পর এক টুইট বার্তায় আফ্রিদি বাংলাদেশের কাছে প্রশ্ন তোলেন, নিজেদের ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যেতে আর কত এমন উইকেটে খেলবে টাইগাররা? জানিয়েছেন, এমন অবস্থা থেকেও উত্তরণের উপায়।টুইটে তিনি বাংলাদেশকে পিচ নিয়ে আরও বেশি ভাবার কথা জানিয়ে লেখেন, ‘বাংলাদেশের গভীর উপলব্ধি করা উচিত। তারা কি এমন উইকেট ব্যবহার করে জিতে এবং প্রতিপক্ষের মাঠে এবং বিশ্বকাপে গড়পড়তা পারফরম্যান্স করেই সন্তুষ্ট থাকতে চায়? তাদের অনেক প্রতিভা আছে। খেলাটার প্রতি আবেগ আছে। কিন্তু খেলায় উন্নতি করতে চাইলে খুব দ্রুত ভালো উইকেট বানানো দরকার।’

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারায় বাংলাদেশ। যদিও উইকেটের মান নিয়ে নানান অভিযোগ রয়েছে। ফলে মিরপুরের ২২ গজে ‘শক্তিশালী’ বাংলাদেশকে হোয়াইটওয়াশের ‘লজ্জা’ উপহার দেওয়া পাকিস্তান দলকেও অভিনন্দন জানিয়েছেন শাহিদ আফ্রিদি। সঙ্গে দিয়েছেন বাংলাদেশকে ভালো পিচে খেলারও পরামর্শ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৩  নভেম্বর  ২০২১ /এমএম