Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ পিএসজিতে যোগ দেওয়ার পর চোট সমস্যায় অনেকটা সময়ই ডাগ আউটে কাটাতে হয়েছে লিওনেল মেসিকে। চোটের কারণে ক্লাবের সবশেষ ম্যাচ দুটিও খেলতে পারেননি এই আর্জেন্টাইন। মেসির চোটের যখন এমন অবস্থা তখন তাকে রেখে বিশ্বকাপ বাছাইয়ে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। কিন্তু বিষয়টি মানতে পারছে না পিএসজি।

মাঠের খেলায় ফেরার জন্য মেসি শতভাগ সুস্থ নন এমন সময় তার যাওয়া নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। প্যারিস সেন্ট জার্মেইন(পিএসজি) ডিরেক্টর লিওনার্দো মনে করেন এমন পরিস্থিতিতে ফিফার সঙ্গে বৈঠক করা প্রয়োজন। তবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির পরিকল্পনা মেসিকে খেলোনো।

মেসিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জাতীয় দলে রাখা একেবারেই ঠিক হয়নি জানিয়ে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো ফ্রান্সের দৈনিক পত্রিকা লে পারিসিয়েনের তার ক্ষোভ জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘একজন খেলোয়াড়কে এভাবে খেলতে দেওয়া আমরা সমর্থন করি না; যে কিনা ফিট না হওয়ার কারণে আমাদের হয়ে খেলতে পারেনি। এর কোনও মানেই হয় না। এমন পরিস্থিতিগুলোতে ফিফার সঙ্গে বসা করা উচিত।’

তবে গত বুধবার মেসিকে দলে রেখেই দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আগামী ১৩ নভেম্বর উরুগুয়ের মাঠে খেলবে আর্জেন্টিনা। এর চার দিন পর ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলবে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ নভেম্বর  ২০২১ /এমএম