Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ মারমার-কাটকাট সংস্করণ খ্যাত টি-টোয়েন্টি ক্রিকেটে ডট বল করার গুরুত্ব অনেক। যদি আবার সেটা হয় মেডেন ওভার মানে ৬টি বলই থাকে ডট— তাহলে তো ‘সোনায় সোহাগা’। কাল স্কটল্যান্ডের বিপক্ষে তেমনই এক মেডেন ওভার করেছিলেন ভারতের অন্যতম পেসার জাসপ্রিত বুমরাহ।

তাতেই মেডেন ওভার দেওয়ার রেকর্ডে মোস্তাফিজ রহমান ও নুয়ান কুলাসাকারাকে আরো পিছনে ফেললেন এই বাঁহাতি পেসার। ৫৪ ম্যাচে ১৯৪ ওভারে বুমরাহ সর্বোচ্চ ৮টি ওভারে কোনো রান দেননি বুমরাহ। এই রেকর্ডে লঙ্কান পেসার কুলাসাকারা ৫৮ ম্যাচে ২০৫.১ ওভারের মেডেন দিয়েছেন ৬টি। মোস্তাফিজ ৫৯ ম্যাচে ২১৩.৫ ওভারে পেয়েছেন ৬টি মেডেন।

নিজের দিনে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানকেও স্লোয়ার-ইয়র্কারে পরাস্ত করার দারুণ দক্ষতা আছে জাসপ্রিতের। ফর্মে থাকা এই পেসার কতটা কঠিন তা তার পরিসংখ্যানই বলে দেয়। বিশ্বকাপে ইতোমধ্যেই তিনি গড়ে ফেলেছেন ভারতীয় পেসার হিসেবে অনন্য রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যুজবেন্দ্র চাহালকে পিছনে ফেলে এখন সবার ওপরে বুমরাহ।

ভারতের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারী বুমরাহ।

এতদিন ভারতের হয়ে ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণে সবচেয়ে বেশি ৬৩ উইকেট ছিলো স্পিনার চাহালের। তবে স্কটিশদের বিপক্ষে ম্যাচে জোড়া শিকারে তাকে পেছনে ফেলেছেন বুমরাহ। বর্তমানে তার উইকেট সংখ্যা ৬৪। এই তালিকায় তৃতীয় বোলার হিসেবে ৪৮ ম্যাচে ৫৫টি উইকেট শিকার করে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৬ নভেম্বর  ২০২১ /এমএম