Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার আর্থিক অবস্থা খুব ভালো নয়। ফুটবলারদের বেতন দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এই ক্লাবটিকে। মূলত সেজন্যই আগের প্রায় অর্ধেক বেতনেই মেসির সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বার্সা। এরপরও রয়ে যাবে অনটন। মূলত সেজন্যই বার্সা ছাড়তে হতে পারে গ্রিজম্যানকে।

প্রত্যেক ফুটবলারদের বেতন অর্ধেক করার চিন্তা-ভাবনা করছে বার্সেলোনা। আসলে কয়েকজনকে ছাঁটাই করার জন্যই এই প্রস্তাব রাখছে ক্লাবটি। যাতে করে ফুটবলাররা নিজে থেকেই ক্লাব ছেড়ে চলে যায়। এমন কিছুই হয়তো ঘটতে যাচ্ছে ফরাসি তারকার সঙ্গেও।

ইতালিয়ান সাংবাদিক ফারিজিও রোমানোর রিপোর্ট অনুযায়ী বার্সা ও অ্যাটলেটিকোর মধ্যে অদলবদল ঘটতে চলেছে। তার ভাষ্যমতে, গ্রিজম্যানে আবারো যাচ্ছে অ্যাতলেটিকো মাদ্রিদে। তার পরিবর্তে বার্সায় আসতে চলেছেন সউল নিগেজ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ জুলাই ২০২১ /এমএম