Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ গত শনিবার রাতে ইউরো ফুটবলে ফিনল্যান্ডের বিপক্ষে খেলার সময় হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েন ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন। সতীর্থদের সহযোগিতা এবং দ্রুত চিকিৎসার ফলে তিনি এখন অনেকটাই সুস্থ।ফুটবলের মতো সাঁতারেও একই ঘটনা ঘটেছে। টোকিও অলিম্পিক গেমসে বাছাই পর্বের যোগ্য অর্জনের লড়াইয়ে নেমে পুলেই জ্ঞান হারান যুক্তরাষ্ট্রের আর্টিস্টিক সাঁতারু অনিতা আলভারেজ।

শনিবার বার্সেলোনার বিল্লি এলিসে অনিতা আলভারেজ ও তার পার্টনার লিন্ডি স্ক্রুডার ২৬ মিনিট ৩০ সেকেন্ড ধরে পারফরম্যান্স করার পর হঠাৎ করেই কয়েক সেকেন্ডের জন্য জ্ঞান হারান আলভারেজ। সঙ্গে সঙ্গে পুলে ঝাঁপিয়ে পড়ে অনিতাকে উদ্ধার করেন তার কোচ।বিষয়টি নিশ্চিত করে ইউএসএ আর্টিস্টিক সাঁতার ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে- অনিতা এখন অনেকটা ভালো আছেন এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ জুন ২০২১ /এমএম