Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক করার মতোই ঘটনা। যেখানে কিনা ঢাকা প্রিমিয়ার লিগের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেখানে মিলল বিশাল আকৃতির মাগুর মাছ। আজ(বুধবার) সকালে বিকেএসপির তিন নম্বর মাঠে এই মাগুর মাছটি ধরেছেন মাঠকর্মীরা।

বৃষ্টির কারণে মাঠে হাঁটু সমান পানি জমে থাকায় বিকেএসপিতে আপাতত ডিপিএলের খেলা বন্ধ রাখা হয়েছে। এই মাঠে এখনো পানি কমেনি। তার মধ্যেই দেখা গেল অভূতপূর্ব এক দৃশ্য। নড়েচড়ে উঠল বড় সাইজের মাগুর মাছ! মাছ ধরতে ব্যস্ততা বেড়ে যায় মাঠ কর্মীদের। কিন্তু এমন প্রমাণ সাইজের মাছ ধরা তো আর সহজ নয়। অনেক কষ্টে ধরা যায় সেই মাগুর মাছ!

উল্লেখ্য, বিকেএসপিতে খেলা না চললেও মিরপুরে ৫ জুন পর্যন্ত প্রতিদিন তিনটি করে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। আর ইতোমধ্যেই আজ(বুধবার) একটি ম্যাচ অনুষ্ঠিতও হয়েছে। এ ম্যাচে খেলাঘর ক্রীড়া সংঘকে ১৯ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ জুন ২০২১ /এমএম