Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির জন্মদিন আজ। জন্ম তারিখটা ঠিক থাকলেও সম্প্রতি তার জন্মসালটা নিয়ে বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার হিসাব মোতাবেক আফ্রিদির জন্ম ১৯৮০ সালে, কিন্তু আফ্রিদি বলছেন ভিন্ন কথা।আইসিসির তথ্য অনুযায়ী ৪১ বছর বয়সে পা রেখেছেন তিনি। তবে জন্মদিন উপলক্ষ্যে একটি টুইট পোস্টে নিজের বয়স ৪৪ বলে দাবি করেছেন আফ্রিদি।

শহিদ আফ্রিদি বলেন, ‘ধন্যবাদ সবাইকে, যারা জন্মদিনে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। ৪৪ বছর হলো! আমার পরিবার ও ভক্তরাই বড় সম্পদ।’আফ্রিদিরি পোস্টের পর পাকিস্তানের সাংবাদিক দানায়েল রাসুল টুইটে বলেন, ‘শুভ জন্মদিন আফ্রিদি। ইএসপিএন ক্রিকইনফোতে দেখতে পাই তার বয়স ৪১, নিজের আত্মজীবনীতে বলছে ৪৬, এখন দেখছি ৪৪।’

বয়সের বিতর্ক যাই হোক না কেন, আফ্রিদির দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অবশ্য এতে কোনো দাগ পড়বে না। লেগস্পিনিং এই অলরাউন্ডার ২৭ টেস্টে ৫ সেঞ্চুরির সাহায্যে ১৭১৬ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪৮টি উইকেট। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৩ ম্যাচে ৫৬৯৫ রানের সঙ্গে তার ঝুলিতে রয়েছে ২৬৬ উইকেট।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১ মার্চ ২০২১ /এমএম