Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কয়েক মাসের ব্যবধানে দুবার অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয় বিসিসিআই সভাপতি এবং ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ফলে বেশ কিছুদিন বাসায় বিশ্রামে ছিলেন তিনি। অতপর কর্মব্যস্ত জীবনে ফিরলেন এই ভারতীয় ক্রিকেট কিংবদন্তি।

বেহালার বাড়ির পাশেই এক বিজ্ঞাপনের শুটিং শুরু করে দেন তিনি। এছাড়া অফিস করাও শুরু করে দিয়েছেন। যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, পুরনো সেই কর্মব্যস্ত জীবনে ফেরা শুরু করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।

নিজের বাড়িতেই যে অফিস আছে সেখানে বসছেন সৌরভ। বোর্ডের কাজ সামলাচ্ছেন দূর থেকে। আমদাবাদে দিনরাতের টেস্টে যাওয়ার কথা ভাবতে শুরু করেছিলেন। তবে ডাক্তারি পরামর্শে সম্ভবত তিনি যাচ্ছেন না।

আরও কয়েক দিন উড়ানে ভ্রমণ এড়ানোর চেষ্টা করবেন। মাসখানেকের মধ্যে বোর্ডের বৈঠকে তিনি উপস্থিত হতে পারেন বলে শোনা যাচ্ছে। যতদিন না শারীরিক ভাবে উপস্থিত হতে পারছেন, ততদিন ভিডিও কলে নিয়মিত ভাবেই সংযোগ রক্ষা করে যাচ্ছেন বোর্ডের অনান্য পদাধিকারীদের সঙ্গে। প্রসঙ্গত, হৃদরোগের সমস্যা হওয়ায় সৌরভের প্রথমে একটি স্টেন্ট বসানো হয়েছিল। পরে আরও দুটি স্টেন্ট বসানো হয়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২০ ফেব্রুয়ারি ২০২১ /এমএম