Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসিকে নিয়ে আলোচনা-সমালোচনা নিয়মিত চলতেই থাকে। এবার আলোচনায় তার পারিশ্রমিকের বিষয়টি। ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকমে প্রকাশিত একটি প্রতিবেদনে বার্সেলোনায় বছরে মেসির আয় সম্পর্কে তুলে ধরা হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বার্সেলোনার সঙ্গে মেসির চার বছরের চুক্তির মূল্য ৫৫৫ মিলিয়ন ইউরো। ২০১৭ সালে মেসি বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন। ওই চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমে মেসির আয় ১৩৮ মিলিয়ন ইউরো।প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে মেসির যে আয় তাতে তিনি ইতিহাসে ক্রীড়া জগতের তারকাদের মধ্যে সবচেয়ে বেশি উপার্জনকারী অ্যাথলেট।

মেসি ইতোমধ্যে তার বেতন থেকে ৫১০ মিলিয়ন ইউরো আয় করেছেন। ২০২১ সালের গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। আশা করা হচ্ছে, এই সময়ের মধ্যে অতিরিক্ত ৪৫ মিলিয়ন ইউরো আয় করবেন তিনি। মেসির আয় আসে বেতন, বিপণন স্বত্ব এবং বিজ্ঞাপনী বিভিন্ন কর্মকাণ্ড থেকে। মেসির প্রতিদ্বন্দ্বী জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বছরে ৩০ মিলিয়ন ইউরো আয় করেন।

এল মুন্দোর একটি প্রতিবেদন এমন সময় প্রকাশিত হলো যখন বার্সেলোনা কর্তৃপক্ষ তাদের ১.২ বিলিয়ন ইউরো ঋণ নিয়ে হিমশিম খাচ্ছে।বার্সেলোনা কর্তৃপক্ষ দাবি করেছে যে, তাদের অনুমতি না নিয়ে মেসির সঙ্গে চুক্তির বিষয়টি প্রকাশ করায় তারা এল মুন্দোর বিরুদ্ধে মামলা করবেন।

এক বিবৃতিতে বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এই ডকুমেন্ট ফাঁসের বিষয়ে বার্সেলোনা কর্তৃপক্ষের কোনো দায় নেই এবং ক্লাব কর্তৃপক্ষ এল মুন্দোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে। বার্সেলোনা সবসময় মেসিকে সমর্থন করবে। বিশেষ করে যারা মেসির ভাবমূর্তি ক্ষণ্ন করতে চাইবে সেই চেষ্টার বিরুদ্ধে ক্লাবের অবস্থান থাকবে।’

চলতি মৌসুম শেষ হলে লিওনেল মেসি বার্সেলোনা ছাড়বে বলে ধারণা করা হচ্ছে। গোল ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেছেন, বার্সেলোনায় ২০২০-২০২১ মৌসুম শেষ করতে তিনি অঙ্গীকারাবদ্ধ।বার্সেলোনা কর্তৃপক্ষ মেসিকে চুক্তির অর্থ প্রদান করতে গিয়ে হিমশিম খাচ্ছে বলেও শোনা যাচ্ছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ ফেব্রুয়ারি ২০২১ /এমএম