Menu

অস্ট্রেলিয়ায় ‘জীবনের গল্প, গল্পের জীবন’ ১৬ মার্চ

বাংলানিউজসিএ ডেস্ক :: ‘জীবনের গল্প, গল্পের জীবন’ শিরোনামে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কথাসাহিত্যিক ও নির্মাতা সাদাত হোসাইন ১৬ মার্চ শনিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার হার্স্টভিলের সিভিক থিয়েটারে উপস্থিত থাকবেন।

এ উপলক্ষে সম্প্রতি লাকেম্বার রেইন ফরেস্ট ফিউশন রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সিডনির মিডিয়াকর্মী, সম্পাদক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময়ে করেন।

আয়োজকদের পক্ষ থেকে মুক্তমঞ্চ সম্পাদক আল নোমান শামীম ও প্রশান্তিকা সম্পাদক আতিকুর রহমান শুভ বক্তব্য দেন। সার্বিক অনুষ্ঠান পরিকল্পনা বিষয়ে বলেন নামিদ ফারহান। অনুষ্ঠানের প্রথমার্ধে সাদাতের পরিচিতি, তার লেখা গান নিয়ে গীতিআলেখ্য, রাজিতের সরোদ বাদন এবং শেষার্ধে সাদাতের নিজস্ব পরিবেশনা থাকবে বলেও জানান।

সংবাদ সম্মেলনে প্রবাসে এ ধরনের শিল্প ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে বলেন কথাসাহিত্যিক ও কলামিস্ট শাখাওয়াৎ নয়ন। এ সময় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের পরিচয় তুলে ধরেন আরিফুর রহমান ও ফাহাদ আসমার। অনুষ্ঠানটি সফল করতে সবার সহযোগিতার আহ্বান করেন কাজী ইসলাম ফাগুন।

১৬ মার্চ’র অনুষ্ঠান নিয়ে মতামত ব্যক্ত করেন সিনিয়র সাংবাদিক আবু রেজা আরেফিন, বাংলা বার্তা সম্পাদক আসলাম মোল্লা, নবধারার সম্পাদক আবুল কালাম আজাদ খোকন, স্বদেশ বার্তা ও বাংলাকথা’র সম্পাদক আউয়াল খান, স্বাধীন কণ্ঠ সম্পাদক মিজানুর রহমান সুমন, জন্মভূমি টিভি’র নিউজ ডিরেক্টর তুষার খান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিউজ২৪ চ্যানেলের মুতাসিম বিল্লাহ, টাইটেল স্পন্সর রেইনফরেস্ট ফিউশনের কর্নধার মিরাজ হোসেন।

সাদাত হোসাইনের ‘জীবনের গল্প গল্পের জীবন’ শীর্ষক অনুষ্ঠানটি আয়োজন করছে মাসিক মুক্তমঞ্চ ও প্রশান্তিকা। সিডনির সুধীজন, লেখক, সাংবাদিক ও পাঠকের মিলনমেলার এই অনুষ্ঠানে সরোদ বাজাবেন প্রখ্যাত শিল্পী তানিম হায়াত খান রাজিত। সিডনিতে তানিম একজন ব্যস্ত সরোদ শিল্পী এবং সংগীত শিল্পী। ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসের একসট্যাটিক্ট কনসার্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তানিম সরোদ বাজিয়ে।

সাদাত হোসাইন সিডনি ছাড়াও মেলবোর্ন ও ব্রিসবেনে জীবনের গল্প, গল্পের জীবন শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন।

বাংলানিউজসিএ/ঢাকা/৫ মার্চ ২০১৯/ইএন