Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ২০২২ সালে ১৮ ডিসেম্বর রাত। সে রাতটা আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের জন্য রূপকথা ছিল। ফুটবল বিশ্বকাপের মঞ্চে সেদিন ৩৬ বছরের অপেক্ষা ঘুচেছিল আলবিসেলেস্তেদের, আর ক্যারিয়ারের হন্যে হয়ে একটি বিশ্বকাপ ছুঁয়ে দেখা বাসনা লালন করা লিওনেল মেসি স্বর্গসুখ পেয়েছিলেন।গত ১৮ ডিসেম্বর ছিল আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জেতার দুই বছর পূর্তি। দুই বছর আগে বিশ্বকাপ জয়ের সে স্মৃতি সামাজিক মাধ্যমে পোস্ট করে স্মরণ করেছেন মেসি। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মেসি লিখেছেন, ‘আমি ডিসেম্বর ও বড়দিন ভালোবাসি। দুই বছর আগে এটি তিক্ত একটা বছরের শেষমাস হিসেবে শেষ হতে পারত, কিন্তু এটা আমার খেলাধুলার ক্যারিয়ারের সেরা মুহূর্ত হয়েছে। এবং এখন প্রতি ডিসেম্বরে এই স্মৃতি আমার কাছে ফিরে আসে…সবাইকে দুই বছর পূর্তির শুভেচ্ছা।’

এদিকে রোসারিওর সান্তা ফে’র সন্তান মেসি জন্মভূমিতে তার নিজের জার্সি নিয়ে একটি জাদুঘর খুলেছেন, আর সেই জাদুঘরে স্থান পেয়েছে সেই জার্সিগুলোর, যেগুলো গায়ে চাপিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছেন। ২০২১ এবং ২০২৪ এর কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপে গায়ে চাপানো সবগুলো জার্সি নিয়ে খোলা এই জাদুঘরের ছবি মেসি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।

জাদুঘরের কাচে ঘেরা দেয়ালে সারি সারি সাঁটিয়ে রাখা হয়েছে জার্সিগুলো। যেখানে সবার ওপরের সারিতে আছে ২০২১ এর কোপা আমেরিকার জার্সি। যে টুর্নামেন্ট জিতে আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা ঘুচিয়েছিলেন এই মহাতারকা। এটিই আলবিসেলেস্তেদের সিনিয়র দলের হয়ে তার প্রথম শিরোপা ছিল।সেই টুর্নামেন্টে ৭ গোল করে মেসি সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন। এরপর আরও দুই সারিতে আছে ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার জার্সি।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২১  ডিসেম্বর ২০২৪ /এমএম